মুম্বই, ১২ এপ্রিল: আইপিএলে (IPL 2022) প্রথম হারের তিতো স্বাদ পেল গুজরাট টাইটান্স (Gujrat Titans)। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি তাদের প্রথম তিনটি ম্যাচে জিতেছিল। তবে চতুর্থ ম্যাচে এসে সোমবার, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) -রা ৮ উইকেটে হারলেন সান রাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hydrabad) -এর বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে গুজরাট নির্ধারিত ২০ ওভারে করে ১৬৮ রান। জবাবে অনায়াসে পাঁচ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ। রান তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং করেন হায়দ্রাবাদের ব্যাটাররা। ৪৬ বলে ৫৭ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন সানরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসন। ধোনিদের পর হার্দিকদের হারিয়ে চলতি আইপিএলে ঘুরে দাঁড়ল জিততে ভুলে যাওয়া সানরাইজার্স। টুর্নামেন্টে প্রথম দুটি ম্যাচ হার দিয়ে শুরু করেছিল হায়দ্রাবাদ। কেন উইলিয়ামসনের পরবর্তী ম্যাচ কলকাতার বিরুদ্ধে শুক্রবার, ব্রাবোর্ন স্টেডিয়ামে।
নিকোলাস পুরান (১৮ বলে ৩৪ অপরাজিত), আইডেন মার্করাম (৮ বলে ১২ অপরাজিত) দলের জয় নিশ্চিত করেন। ওপেনিং জুটিতে কেন উইলিয়ামসন-অভিষেক শর্মা (৪২) ৫৩ বলে ৬৪ রানের পার্টনারশিপ করে দলের জয়ের ভিত গড়েন। পুরান-মার্করাম অবিচ্ছেদ্য ৩৯ রানের পার্টনারশিপ দলকে জিতিয়ে আনেন। গুজরাটের হয়ে দুটি উইকেটের একটি নেন রশিদ খান, অন্যটি নেন হার্দিক পান্ডিয়া। আরও পড়ুন: প্রথম ক্রিকেটার হিসেবে বাবর আজমের 'ডবল', রাচেল হাইনেসে আইসিসি-র 'মার্চ পাস্ট'
দল হারলেও ব্যাটে-বলে নজর কাড়েন অধিনায়ক হার্দিক। চার নম্বরে ব্যাট করতে নেমে হার্দিক ৪২ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন। আর বল হাতে ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২টি উইকেট। হার্দিকের পাশাপাশি গুজরাটের হয়ে ভাল ব্যাটিং করেন অভিনব মনোহর (২১ বলে ৩৫)। ম্যাথু ওযেড (১৯), শুভমন গিল (৭), ডেভিড মিলার (১২), রাহুল তেওয়াতিয়া (৬)-রা এদিন রান না পাওয়ায় সমস্যা পড়ে গুজরাট। সানরাইজার্সের হয়ে দুটি করে উইকেট নেন ভূবনেশ্বর কুমার ও টি নটরাজন।