Babar Azam. (Photo Credits: Twitter)

দুবাই, ১১ এপ্রিল: আইসিসি-র বিচারে মাসের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হল। মার্চে মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। মহিলাদের মধ্যে মার্চের সেরা ক্রিকেটার হলেন দেশকে বিশ্বকাপ এনে দেওয়া অস্ট্রেলিয়ার রাচেল হাইনেস (Rachel Haynes)।

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে অবিশ্বাস্য খেলে বাবর আজম খুব স্বাভাবিকভাবেই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন। বাবর-ই প্রথম ক্রিকেটার যিনি দু বার মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন।  ২০২১ সালের এপ্রিলে প্রথমবার আইসিসি-র বিচারে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন। ২০২১ সালের জানুয়ারি থেকে এই মাসিক পুরস্কার শুরু করে আইসিসি। প্রথমবার এই পুরস্কার জেতেন ঋষভ পন্থ।  গত মাসে, ফেব্রুয়ারিতে মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছিলেন শ্রেয়স আইয়ার।

দেখুন টুইট

অন্যদিকে, মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে ৯টা ম্যাচ খেলে মোট ৪৬৯ রান করে টুর্নামেন্টের ইতিহাসে আগের রেকর্ড ভেঙে দিয়েছিলেন রাচেল হাইন্স। বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারী অজি ক্রিকেটার হাইন্সকেই মার্চের সেরা বাছল আইসিসি।