Kamran Akmal: সেই ইংরেজিতেই ফের ক্যাচ মিস কামরন আকমলের, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় Independence বানানটাই ভুল লিখলেন পাক ক্রিকেটার

ইসলামাবাদ, ১৪ অগাস্ট: ব্যাটিংটা ভালই করতেন। কিন্তু তাঁর উইকেটকিপিং আর ইংরেজি বলা বা লেখা। দুটো নিয়েই সব সময়ই নেটিজেনরা হাসিঠাট্টা করে থাকেন। অতীতে কামরন (Kamran Akmal) ও তার ভাই উমর আকমল যতবার ইংরেজি বলেছেন, সেগুলো এতটাই ভুল হয়েছে, যে নেটিজেনরা হেসে গড়াগড়ি খেয়েছেন। সেই আকমল ব্রাদার্সের বড়জন কামরন, পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে Independence-কে লিখলেন Indepence।

টাইপো ভুল অনেকেরই হয়ে থাকে, কিন্তু ভুলটা যখন কামরন করলেন, যার অতীতে ইংরেজি নিয়ে বারবার হাসির রোল উঠেছিল সোশ্যাল মিডিয়ায় তাঁর ফের ভুল, তাও আবার দেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, সেটা কী করে ছেড়ে দেবেন নেটিজেনরা! আসুন দেখে নেওয়া যাক কামরনের ভুল বানান নিয়ে নেটিজেনরা কী করে খিল্লি করলেন--

দেশের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৭টি ওয়ানডে ও ৫৮টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেন কামরন।

অতীতে এমন ভুল করেছিলেন আকমল ভাইরা।