নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর: ভারতীয় ফুটবলের মসনদে বসছেন দেশের প্রাক্তন তারকা গোলকিপার কল্যাণ চৌবে। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা AIFF-র সভাপতি নির্বাচনে প্রাক্তন তারকা ফুটবলার বাইচুং ভুটিয়াকে ৩৩-১ হারালেন কল্যাণ চৌবে। দেশের শাসক দলের সাহায্য পেয়ে এআইএফএফ সভাপতি নির্বাচনে বাইচুংকে হারাতে বিশেষ বেগ পেতে হল না কল্যাণকে। ভোট দেওয়া দেশের ৩৪টি সংস্থার মধ্যে কল্যাণ পেলেন ৩৩টি ভোট, বাইচুং পেলেন মাত্র একটি ভোট। ফুটবলার রাজনীতিবিদের পাশাপাশি কল্যাণ চৌবের আরও একটা পরিচয় হল, তিনি প্রয়াত মোহনবাগান কর্তা অঞ্জন মিত্রের জামাই।
গত বছর মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়ে তৃণমূলের সাধন পান্ডের কাছে হেরেছিলেন কল্যাণ চৌবে। তারও আগে ২০১৯ লোকসভায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের মহুয়া মৈত্রের কাছে হেরেছিলেন তিনি। তবে রাজনীতির ময়দানে হারলেও, খেলার রাজনীতির ময়দানে বাইচুংকে পুরো উড়িয়ে দিয়ে দেশের ফুটবলের মসনদে বসলেন ৪৫ বছরের কলকাতার দুই প্রধানে এক সময় চুটিয়ে খেলা তারকা এই গোলকিপার। কল্যাণ চৌবের সমর্থনে সরাসরি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু। সেটাই বড় হল শেষ পর্যন্ত।
মোহনবাগানের জার্সিতে ২৭টি, ও ইস্টবেঙ্গলের হয়ে ৬৭টি ম্যাচের পাশাপাশি গোয়ার সালগাঁওকর ও বেঙ্গল মুম্বইয়ের হয়েও খেলছেন তিনি। ঢাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্লাবের হয়েও খেলেন কল্যাণ। জার্মানির এক ক্লাবের হয়ে ট্রায়ালও দেন তিনি। ১৯৯৭-৯৮ ও ২০০১-০২ মরসুমে দেশের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছিলেন তিনি। দেশের হয়ে খেলে সাফ চ্যাম্পিয়মনশিপ ও সাফ গেমসও জেতেন।
দেখুন টুইট
Kalyan Chaubey has won the elections and is the new AIFF President! 🥳
33 State Football Associations have voted for him!#IndianFootball #AIFF #Elections #IndianFootballFowardTogether pic.twitter.com/M2hAKEHZzc
— Khel Now (@KhelNow) September 2, 2022
২০১০-২০১৩ পর্যন্ত মোহনবাগান অ্যাকাডেমির সিইও-র দায়িত্ব সামলান। ২০১৫ সালে বিজেপি-তে যোগ দিয়ে দু বার ভোটে দাঁড়িয়ে হারেন।