বার্মিংহ্যাম, ৩ জুলাই: যাকে নিয়ে শঙ্কা ছিল তিনিই করে দেখালেন। এজবাস্টন টেস্টে ইংল্যান্ড ব্যাটারদের চরম ভরাডুবির মাঝে একা কুম্ভ রক্ষা করছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জনি বেয়ারস্টো (Jonny Bairstaw)। মাত্র ১১৯ বলে সেঞ্চুরি করে দলের ভরাডুবি লড়লেন বেয়ারস্টো। পাঁচ নম্বরে নেমে বেয়ারস্টো একটা সময় ৬৩ বলে ১৩ রানে খেলছিলেন, সেখান থেকে নিজের ইনিংসের গতি বাড়িয়ে ১১৯ বলে সেঞ্চুরি করলেন তিনি। 2016 সালের পর ভারতের বিরুদ্ধে টেস্টে এত কম বলে কেউ সেঞ্চুরি করতে পারেননি। আসলে জনি বেয়ারস্টো চলতি বছর টেস্টে ঠিকই এমন অবিশ্বাস্য ইনিংসই খেলছেন। জনি যখন ক্রিজে নামেন ইংল্য়ান্ডের স্কোর তখন ৭৮ রানে ৪ উইকেট।
বিপক্ষের ৪১৪ রানের পাহাড়ের চাপ, দলের টপ অর্ডার ধসে পড়েছে, আবহাওয়া-পিচও ভাল নয়। এরপর অধিনায়ক বেন স্টোকস (২৫)ও আউট হয়ে যান। ৮৩ রানে ৫ উইকেট থেকে একা লড়ে দলকে প্রথমে ফলো অন থেকে রক্ষা করেন, এরপর দলের রানকে ভারতের যতটা কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বুমরা, সামি, সিরাজ-দের আগুন সামলে পাল্টা দিলেন জনি। টানা তিনটি টেস্টে, দুটি আলাদা দলের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন জনি। নটিংহ্যামে কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রান করে দলকে জিতিয়েছিলেন, এরপর লিডসে করেছিলেন ১৬২ রান। তারপর আজ, এজবাস্টনে করলেন সেঞ্চুরি।
দেখুন টুইট
Jonny Bairstow in last three Tests
8 & 136 v New Zealand, Nottingham
162 & 71* v New Zealand, Leeds
100* v India, Edgbaston
Third hundred in consecutive tests.#CricketTwitter #ENGvsIND pic.twitter.com/cWC7zGWSsH
— Cricketopia (@CricketopiaCom) July 3, 2022
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অবিশ্বাস্য কিছু ইনিংস খেলা ফর্ম জশপ্রীত বুমরাদের বিরুদ্ধেও নিয়ে এসেছেন বেয়ারস্টো। চলতি বছর বেয়ারস্টো-র এটি পঞ্চম টেস্ট সেঞ্চুরি। চলতি বছর টেস্টে এখনও পর্যন্ত বেয়ারস্টোই দুনিয়ার সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার। আরও পড়ুন: রোহিত শর্মা-অশ্বিনের পর আরও এক তারকা ক্রিকেটারের করোনা
দেখুন টুইট
Hundred by Jonny Bairstow - from 13 (63) to 100 (119), this has been a superb counter attacking knock by Bairstow. His 5th Test century this year. Brilliant by Bairstow. pic.twitter.com/PDqirGoGCE
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 3, 2022
ভারতের ৪১৬ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংসে স্কোর এখন ৬ উইকেটে ২৩৬। ব্যাট করছেন বেয়ারস্টো (১০২), স্যাম বিলিংস (২৩)। ভারতের থেকে এখনও ১৮০ রান পিছিয়ে ব্রিটিশ ব্যাটাররা।