Joe Root (Photo Credit: England Cricket/ X)

Joe Root: ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুটের বড় নজির। ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে রুট টপকে গেলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) (১৩ হাজার ২৮৮ রান), জাক কালিস ( Jacques Kallis) (১৩,২৮৯)-কে। টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান করার বিষয়ে প্রথম তিনে ঢুকে পড়লেন রুট। রুটের আগে এখন শুধু সচিন তেন্ডুলকর (১৫ হাজার ৯২১ রান) ও রিকি পন্টিং (১৩ হাজার ৩৭৮ রান)। দ্রাবিড়ের সমসংখ্যক ইনিংস আর কালিসের চেয়ে ৬টি ইনিংস কম খেলেই সেরা তিনে পৌঁছে গেলেন রুট (১৫৬টি টেস্ট, ২৮৫টি ইনিংস)।

২০১২ সালে নাগপুর টেস্টে অভিষেক হয়েছিল রুটের

ম্যানচেস্টারে টেস্টে ৩১ রান করলেই কালিস ও দ্রাবিড়কে টপকে টেস্ট ব্যাটারদের সর্বাধিক রানের তালিকায় প্রথম তিনে ঢুকে পড়তেন রুট। সেটা এদিন করে ফেললেন ৩৪ বছরের ইয়র্কশায়ারের ব্যাটার। ২০১২ সালে নাগপুর টেস্টে ভারতের বিরুদ্ধে ইংল্য়ান্ডের জার্সিতে অভিষেক হয়েছিল রুটের।

কালিসকে টপকে সেরা তিনে ঢোকার শট রুটের

রুটের নজির

সচিনের রেকর্ড ভাঙতে পারবেন কি রুট

এরপর একের পর এক নজির ভেঙে রুট এবার সচিনের এভারস্ট সমান রেকর্ড ভাঙার দোরগড়ায়। ৫০-র বেশি ব্যাটিং গড়ে টেস্টে রুটের ৩৭টি সেঞ্চুরি ও ৬৭টি হাফ সেঞ্চুরি আছে, সর্বোচ্চ রান ২৬৬। বল হাতে তাঁর ৭৩টি টেস্ট উইকেটও আছে।