Eden Gardens। (Photo Credit: PTI)

কলকাতা, ১৬ মার্চ: ইডেন গার্ডেন্সে রানের এভারেস্ট গড়ল ঝাড়খণ্ড। রঞ্জি ট্রফির প্রি কোয়ার্টার ফাইনালে নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ঝাড়খণ্ড করল মোট ১২৯৭ রান। ইডেন গার্ডেন্সে প্রথম ইনিংসে রেকর্ড ৮৮০ রান করার পর, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪১৭ রানে ডিক্লেয়ার করেন ঝাড়খণ্ডের অধিনায়ক সৌরভ তিওয়ারি। প্রথম ইনিংসে নাগাল্যান্ড ২৮৯ রানে অল আউট হয়। দ্বিতীয় ইনিংসে এতটা সময় ঝাড়খণ্ড ব্যাট করায় আর নাগাল্যান্ডকে নামতে হয়নি। ফলে ম্যাচ ড্র হয়ে যায়।

অথচ চাইলেই নাগাল্যান্ডকে ফলো অন করিয়ে সরাসরি জিততে পারত ঝাড়খণ্ড। সেখানে গোটা একটা দিন দ্বিতীয় ইনিংসে রেকর্ডের দিকে তাকিয়ে ব্যাট করে জয়টা ইডেনেই ফেলে এলেন সৌরভ তিওয়ারিরা।

দেখুন টুইট

রঞ্জিতে একটা ম্যাচে কোনও দলের করা রানে রেকর্ড হলেও, ম্যাচ জেতার চেষ্টা না করায় সমালোচিত হচ্ছেন ধোনির রাজ্যের অধিনায়ক সৌরভ তিওয়ারি। দ্বিতীয় ইনিংসে ঝাড়খণ্ডের ব্যাটার অঙ্কুল রয় ১৫৩ রানের দারুণ ইনিংস খেললেন। ওপেনার উতকর্ষ সিং (৭৩), প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি করা কুমারা কুশাগাগার (৮৯) দারুণ ব্যাটিং করলেন। সারা ম্যাচে নাগাল্যান্ডের বোলাররা মোট ২৯৩.৫ ওভার বল করলেন, দিলেন ১০৯৭ রান, পেলেন ১৬টা উইকেট।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

ঝাড়খণ্ড: ৮৮০, ৪১৭/৬

নাগাল্যান্ড: ২৮৯

ম্যাচ ড্র