Jasprit Bumrah: দলের বাকিরা যখন ওভালে দ্বিতীয় দিনে খেলতে নামছেন, তখন দেশে ফেরার বিমান ধরে ফেলেছেন টিম ইন্ডিয়া (Team India)-র তারকা পেসার জশপ্রীত বুমরা। তিনটি টেস্ট খেলেই এবারের মত বুমরার মিশন ইংল্যান্ড শেষ হল। আগামী মাসে এশিয়া কাপ টি-২০-তে খেলছেন না তিনি। খুব সম্ভবত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ফের বুমরাকে দেখা যাবে। কিংবা তারপর অস্ট্রেলিয়া সফরে তাঁকে ফের খেলতে দেখা যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে পঞ্চাম তথা শেষ টেস্টে চোটের কারণে খেলতে পারেননি বুমরা। এবারের ইংল্যান্ড সফরে বুমরা মোট ৩টি ম্য়াচ খেললেন। লিডস, লর্ডস আর ম্যানচেস্টার।
এবার ইংল্যান্ডে সফরে ৩টি টেস্টে ১৪টি উইকেট নিলেন বুমরা
সিরিজের প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলেন গুজরাটের তারকা পেসার। তার মধ্যে লিডস আর লর্ডসে অবিশ্বাস্য বোলিং করেন বুমরা। তিনটি টেস্টে দুবার পাঁচ উইকেটের মাইলস্টোন সহ মোট ১৪টি উইকেট নেন। লিডস ও লর্ডসের প্রথম ইনিংসে বুমরা পাঁচটি উইকেট নেন। তবে অবাক করা কথা হল, বুমরা বল যতই ভাল করুন, তিনি এবারের ইংল্যান্ড সফরে যতগুলি ম্যাচ খেললেন তার মধ্যে টিম ইন্ডিয়া একটা ম্যাচও জেতেনি, হেরেছে ২টি-তে, কোনওমতে হার বাঁচিয়েছে ম্যানচেস্টার। বুমরার অনুপস্থিতিতে টিম ইন্ডিয়া আকাশদীপদের সৌজন্যে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ধরাশায়ী করেছিল।
বুমরাকে স্কোয়াড থেকে ছাড়ল দল
🚨 NEWS 🚨
Jasprit Bumrah released from squad for fifth Test.
Details 🔽 #TeamIndia | #ENGvINDhttps://t.co/nqyHlIp6fZ
— BCCI (@BCCI) August 1, 2025
বুমরার অবসর জল্পনা আর জোড়া পাঁচ উইকেটের জল্পনা
ইংল্যান্ড সফর শুরুর আগেই টিম ইন্ডিয়া পরিষ্কার করেছিল, ওয়ার্ক লোডের কারণে বুমরাকে সিরিজের পাঁচটা টেস্টের মধ্যে বেছে বেছে খেলানো হবে। তখন থেকেই জল্পনা ছিল, বুমরা ঠিক সিরিজে কোন কোন টেস্ট খেলেন। অধিনায়ক শুভমন গিল ও কোচ গৌতম গম্ভীর বুমরাকে খেলালেন সিরিজের প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্টে। এজবাস্টন ও ওভালে খেলতে পারলেন না। ম্যানচেস্টার টেস্টে ১১২ রান দিয়ে ২ উইকেট পাওয়ার পর বুমরার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে জল্পনা চলছিল। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ টিম ইন্ডিয়ার তারকা পেসারের পাঁচদিনের ক্রিকেট থেকে অসরের জল্পনা উস্কে দিয়েছিলেন। টি-২০ ক্রিকেটে ছোট স্পেলের কথা বাদ দিলে বড় ফর্ম্যাটে বুমরার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। এবারের ইংল্যান্ড সফরেই এই প্রথম তাঁর কেরিয়ারে একটা ইনিংসে একশো বা তার বেশি রান দেওয়ার খারাপ রেকর্ড গড়লেন বুমরা।
এবারের ইংল্যান্ড সফরে বুমরা-
বল হাতে বুম বুম
তিনটি টেস্টে ১৪ উইকেট
লিডস (প্রথম টেস্ট): ৫/৮৩, ০/৫৭
লর্ডস (তৃতীয় টেস্ট): ৫/৭৪, ২/৩৮
ম্যানচেস্টার (চতুর্থ টেস্ট): ২/১১২
এক নজরে ব্যাট হাতে বুমরা
ব্য়াট হাতে তিন ম্যাচে ৫ ইনিংসে ৯ রান, গড় ২-এর কম।
লিডসে প্রথম ইনিংসে দুই ইনিংসেই শূন্য রানে আউট।
লর্ডসে প্রথম ইনিংসে শূন্য রানে আউট, দ্বিতীয় ইনিংসে করেন ৫ রান।
ম্যানচেস্টারে প্রথম ইনিংসে করেন ৪ রান।