ICC Men’s Test Cricketer of the Year: বিশ্বের বিভিন্ন প্রান্তে অবিশ্বাস্য সব বোলিং স্পেল করে আইসিসি-র বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনিত হলেন জসপ্রীত বুমরা ( Jasprit Bumrah)। দেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন বুমরা। ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও শ্রীলঙ্কার তারকা ব্যাটার কামিন্দু মেন্ডিস-কে ছাপিয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন গুজরাটের ৩১ বছরের তারকা পেসার। রাহুল দ্রাবিড় (২০০৪), গৌতম গম্ভীর (২০০৯), বীরেন্দ্র সেওয়াগ (২০১০), রবীচন্দ্রন অশ্বিন (২০১৬), বিরাট কোহলি (২০১৮) এর আগে আইসিসি-র বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন।
বুম বুম এফেক্ট
২০২৪ সালে বুমরা মোট ১৩টি ম্যাচ খেলে ৭১টি টেস্ট উইকেট নেন। চলতি বছর বুমরাই টেস্ট ক্রিকেটে বিশ্বের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী। বোলিংয়ের পাশাপাশি অধিনায়ক বুমরাও ২০২৪ সালে মাতিয়ে দেন। অস্ট্রেলিয়ায় রোহিত শর্মার অনুপস্থিতিতে পারথে প্রথম টেস্টে নেমে বুমরা-র নেতৃত্বে নেমে ঐতিহাসিক জয় পায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে একেবারে অবিশ্বাস্য বোলিং করে ৩২টি উইকেট নিয়ে নজির গড়েন বুমরা।
ICC বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরা
Dominating the bowling charts in 2024, India's spearhead Jasprit Bumrah has been crowned ICC Men’s Test Cricketer of the Year 💥#ICCAwards pic.twitter.com/h8Ppjo2hrv
— ICC (@ICC) January 27, 2025
জোড়া পুরস্কার- বর্ষসেরা হলেন দুই ভারতীয় পেসার
এবার আইসিসি-র বর্ষসেরা টি-২০ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আর্শদীপ সিং। টেস্টে বুমরা, টি-২০-তে আর্শদীপ। আইসিসি-র বর্ষসেরার পুরস্কারে এবার ভারতীয় পেসরদের দাপট। একটা সময় আইসিসি-র বর্ষসেরার পুরস্কারে শুধু ভারতীয় ব্যাটারদের দাপট দেখা যেত। কিন্তু বুমরাদের আমলে সেটা বদলে গিয়েছে।
২০২৪ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটাররা
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার
পুরুষ: জশপ্রীত বুমরা
মহিলা:--
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার
পুরুষ: আজমাতুল্লা ওমরঝাই (আফগানিস্তান)
মহিলা: স্মৃতি মন্ধনা (ভারত)
বর্ষসেরা টি-২০ ক্রিকেটার
পুরুষ: আর্শদীপ সিং (ভারত)
মহিলা: মেইলি কের (নিউ জিল্যান্ড)
বর্ষসেরা আম্পয়ার:
রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)