জশপ্রীত বুমরার চোট নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ক দিন আগেই বুমরার চোট সেরে গিয়েছে বলে আজ, মঙ্গলবার থেকে শুরু হতে চলা শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু সিরিজ শুরুর আগের দিন বলা হল, স্কোয়াডে থাকলেও বুমরা খেলবেন না। এরপর অধিনায়ক রোহিত শর্মা বললেন, বুমরা নিজেই জানিয়েছেন তিনি এখন পুরো ফিট নন, ফলে চলতি ওয়ানডে সিরিজে খেলবেন না।
এবার শোনা যাচ্ছে শ্রীলঙ্কার পর, আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত-নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজে তো বটেই, এরপর ৯ ফ্রেবুয়ারি থেকে হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচে বুমরা নিশ্চিতভাবেই খেলতে পারছেন না। মানে ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে ফেরার সম্ভাবনা কম গুজরাটের ২৯ বছরের তারকা পেসারের।
দেখুন টুইট
Jasprit Bumrah likely to miss the series against New Zealand and doubtful for the first two test match against Australia. (According to ESPNcricinfo)
— CricketMAN2 (@ImTanujSingh) January 10, 2023
বুমরা শেষবার দেশের হয়ে ওয়ানডে ম্যাচে খেলেন গত বছর ১৪ জুলাই, লর্ডসে। ৫০ ওভারের ক্রিকেটে বুমরাকে খেলতে দেখার অপেক্ষা আরও বাড়ল। গত বছর এশিয়া কাপ থেকে চোট থেকে ছিটকে যাওয়ার পর টি-২০ বিশ্বকাপের আগে বুমরাকে তাড়াহুড়ো করে কার্যত হাফ ফিট অবস্থাতেই বুমরাকে মাঠে নামানো হয়। টি-২০ বিশ্বকাপের মুখে বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাখাপত্তনাম ম্যাচে ফের চোট পান। ফলে বুমরাকে টি-২০ বিশ্বকাপে পায়নি টিম ইন্ডিয়া। যে কারণে বুমরাকে আবার তাড়াহুড়ো করে মাঠে নামিয়ে একই ভুল আবার করতে চায় না বোর্ড।