দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , অলিম্পিকে দেশের প্রথম সোনা জয়ী অভিনব বিন্দ্রা-দেশের সবাই প্যারিস অলিম্পিক ২০২৪-এ দেশের প্রথম পদকজয়ী মানু ভাকের-কে শুভেচ্ছা-অভিনন্দন জানাচ্ছেন। মানুর কোচ তথা দেশের প্রাক্তন তারকা শ্য়ুটার যশপাল রানা তাঁর ছাত্রীর ঐতিহাসিক সাফল্য দেখে খুশিতে কেঁদে ফেললেন। মানুর দিদা নাতনিকে অলিম্পিক পদক গলায় দেখে চোখে জল নিয়ে বললেন, মেয়েটা অনেক কষ্ট করেছিল, আজ তার ফল পেল। খুব ভাল লাগছে।
মানুর মা সুমেধা ভাকের বললেন, " আমি সব সময় আমার মেয়েকে খুশি, সুখি দেখতে চাই। আমি জানতাম, ওকে সবচেয়ে খুশি দিতে পারে অলিম্পিক পদকটাই। সেটা আজ এল। এটাই আমার সবচেয়ে আনন্দের। আমি জানতাম ও পারবেই।" মানুর বাবা রাম কৃষ্ণ ভাকের বললেন, গোটা দেশ ওর জন্য গর্বিত। এটা সম্ভবগোটা দেশের আশীর্বাদের জন্যই। আমি শুধু বলব ওর আরও দুটো ইভেন্ট বাকি আছে এখনও। আরও ভাল কিছু হতে পারে। মানু সরকার ও ফেডারেশনের থেকে পুরোপুরি সাহায্য পেয়েছে।"
দেখুন মানুর কোচ যশপল রানার চোখে জল
Both @jaspalrana2806 and @kannandelhi were emotional. Extremely proud moment for India 🇮🇳@RevSportzGlobal @BoriaMajumdar pic.twitter.com/EEFkXtg15P— Subhayan Chakraborty (@CricSubhayan) July 28, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ী মানুকে শুভেচ্ছা জানিয়ে বললেন, " দারুণ করেছো। ঐতিহাসিক পদক। স্পেশাল পদক। আরও স্পেশাল কারণ প্রথম মহিলা হিসেবে শ্য়ুটিং থেকে পদক আনল ও। অবিশ্বাস্য কৃতিত্ব।"