Japan sails through the quarterfinals of Women’s World Cup 2023. (Photo Credits: Twitter)

মহিলাদের ফুটবল বিশ্বকাপে জাপানের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত। গ্রুপ লিগে দারুণ খেলার পর নক আউটেও শুরুটা দারুণ করল জাপান। শনিবার প্রি কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ৩-১ গোলে হারিয়ে খেতাব থেকে তিন ম্যাচ দূরে থাকল জাপান। এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০১১ মহিলাদের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল জাপান।

নিউ জিল্যান্ডের ওয়েলিংটন রিজিওন্যাল স্টেডিয়ামে ম্য়াচের ১৫ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় জাপানের মহিলা দল। পাঁচ মিনিট বাদে এরলিং হাল্যান্ডের দেশের মহিলারা সমাতায় ফেরে। বিরতির ঠিক পরেই জাপানকে ২-১ গোলে এগিয়ে দেন শিমিঝু। ম্য়াচের ৮১ মিনিটে মিয়াঝাওয়ার গোলে জয় নিশ্চিত হয় জাপানের। গ্রুপ পর্যায়ে তিনটে খেলার তিনটেই অনায়াসে জিতে ১১টি গোল করে, কোনও গোল হজম না করে শেষ ১৬ পর্বে উঠেছিল জাপান। কোয়ার্টার ফাইনালে ওঠা স্পেনকে গ্রুপ পর্বে ৪-০ গোলে হারিয়েছিল জাপানের মহিলা দল। আরও পড়ুন-তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত বিভাগে দেশের ইতিহাসে প্রথমবার সোনা জয়ের নজির 17 বছরের অদিতি স্বামীর, দেখুন ভিডিয়ো

দেখুন ছবিতে

আইটানা বনমতির জোড়া গোলের সুবাদে সুইজারল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে শনিবার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ইতিহাস গড়েছে স্পেন। 'এ' গ্রুপের শীর্ষে থাকা সুইজারল্যান্ড তিনটি জয় নিয়ে সুপার ১৬ পর্বে আসে কিন্তু লা রোজার হয়ে প্রথম গোলের জন্য মিডফিল্ডার বনমতির সুইস ডিফেন্স ভেদ করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে। দলের হয়ে বাকি গোল করেন আলবা রেডোন্ডো, লাইয়া কোডিনা এবং জেনি হারমোসো। বনমাতি, রেডোন্দো, হারমোসো তিন জনেরই দলের হয়ে এখন টুর্নামেন্টে তিনটি করে গোল করেন।

গ্রুপ পর্বে শেষ ম্যাচে ৪-০ গোলে জাপানের কাছে হেরে যাওয়ার পর কোচ হোর্হে ভিল্ডা তার দলে পাঁচটি পরিবর্তন আনেন। রবিবার প্রি কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে যে দল জিতবে, সেই দলের বিরুদ্ধেই সেমিফাইনালে ওঠার ম্যাচে খেলবে স্প্যানিশরা।