ক্যাঙারুর দেশে এক ইতালিয়ানের ইতিহাস। ফাইনালে রাশিয়ার ড্যানিলে মেদভেদেভের (Danill Medvedev ) বিরুদ্ধে দুটো সেটে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন ইতালির জান্নিক সিনার (Jannik Sinner)। টেনিস বিশ্ব পেল নতুন গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন। ফাইনালে ২৩ বছরের সিনার জিতলেন ৩-৬,৬-৩,৬-৪,৬-৪,৬-৩। অস্ট্রেলিয়ান ওপেন সাক্ষী থাকল ফাইনালে মহা প্রত্যাবর্তনের টানটান উত্তেজনার ম্যাচ দেখে। সেমিফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে চমকে দেওয়া সিনার ফাইনালে চমকে দিলেন প্রথম দুটি সেটে হেরেও দারুণভাবে ফিরে এসে ম্যাচ বের করে এনে।
১০ বছর বাদে অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জকোভিচ, রজার ফেডেরার, রাফায়েল নাদালের বাইরে কেউ পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন। ৪৮ বছর বাদে ইতালির কেউ পুরুষদের গ্র্যান্ডস্লাম টেনিসে চ্যাম্পিয়ন হলেন। আর এই প্রথম ইতালির কোনও খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব জিতলেন।
দেখুন ছবিতে
JANNIK SINNER IS A GRAND SLAM CHAMPION 🏆🇮🇹
WHAT A COMEBACK! 🔥#AusOpen pic.twitter.com/LwiAqqspGH
— Eurosport (@eurosport) January 28, 2024
রাশিয়ান মেদভেদেভ প্রথম দুটি সেটে যেভাবে সিনারকে উড়িয়ে দিয়েছিলেন, তা দেখে মনে হচ্ছিল তাঁর জয় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু সিনারকে কেন টেনিস বিশ্বে রজার ফেডারের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে, তাও তিনি প্রমাণ করলেন পরের তিনটি সেট। তৃতীয় সেটে মেদভেদেভকে কোর্টের ধারে ঠেলে অসাধারণ কিছু শট খেলে জেতেন সিনার ।