Jannik Sinner. (Photo Credits: X)

Jannik Sinner Wimbledon 2025 Champion: ফরাসি ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজের (Carlos Alcaraz) কাছে অবিশ্বাস্য হারের প্রতিশোধটা তুলে নিলেন ইয়ানিক সিনার। স্পেনের আলকারাজ-এর কাছে প্রথম সেটে পরাস্ত হওয়ার পরেও, অনায়াসে জিতে নিয়ে এবারের উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেন সিনার। এই প্রথম ইতালির কোনও টেনিস খেলোয়াড় উইম্বলডন জিতলেন। সিনার এর আগে একবার অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জিতলেও এই প্রথম উইম্বলডন জিতলেন। ২৩ বছরের সিনার তাঁর তৃতীয় গ্র্যান্ডস্লাম জয়টাকে সবচেয়ে স্পেশাল বললেন। ডোপ বিতর্ক ঝেরে একেবারে অবিশ্বাস্য টেনিস খেলে চলতি বছর তিনটি গ্র্যান্ডস্লামেরই ফাইনাল খেললেন, জিতলেন ২টি। অন্যদিকে,চার সেটের লড়াইয়ে ৪-৬, ৬-৪, ৬-৪,৬-৪ হেরে টানা তিনবার উইম্বলডন জয়ের স্বপ্ন অধরা থাকল আলকারাজের।

গত মাসে ফরাসি ওপেনের ফাইনালে আলকারাজের কাছে পাঁচ সেটের লড়াইয়ে হেরেছিলেন সিনার

গত মাসে ফরাসি ওপেনের মহাকাব্য়িকে ফাইনালে দুই সেট পিছিয়ে থেকেও অবিশ্বাস্য কামব্য়াক করে সিনারকে হারিয়েছিলেন আলকারাজ। আর এদিন উইম্বলডনের ফাইনালে এক সেটে পিছিয়ে থেকে কামব্যাক করে জিতলেন সিনার। ফরাসি ওপেনের ফাইনালে আলকারাজ জিতেছিলেন ৪-৬, ৬-৭, ৬-৪, ৭-৬, ৭-৬ -এ।

তাঁর তৃতীয় গ্র্যান্ডস্লামটা জিতলেন সিনার

একেবারে শীর্ষ বাছাইয়ের মত খেলেই দু নম্বর বাছাই আলকারাজকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সিনার। প্রথম সেটের শেষের দিকে খেই হারিয়ে হেরে বসেছিলেন সিনার। তখন অনেকেই ভেবেছিলেন, ফরাসি ওপেনের মত উইম্বলডনের ফাইনালেও আলকারাজ বাজিমত করবেন। কিন্তু দ্বিতীয় সেট থেকেই অবিশ্বাস্য টেনিস খেলে নিজের সার্ভ গেমে অপরাজেয় হয়ে ওঠেন সিনার। সঙ্গে আলকারাজের সার্ভে কিছু অবিশ্বাস্য শট খেলে টানা তিনটে সেটেই ব্রেক করেন।

চ্যাম্পিয়ন হওয়ার পর কী বললেন সিনার

পুরুষদের সিঙ্গলস টেনিসে এখন সিনারের রাজ ঠিক কতটা চলছে, তার একটা ছোট্ট প্রমাণ হল, গত চারটে গ্র্যান্ডস্লামের মধ্যে তিনটিই জিতেছেন এই ইতালিয়ান। আর শেষ চারটে গ্র্যান্ডস্লামে সিনার ২৮টি ম্যাচ খেলে জিতেছেন ২৭টি, হেরেছেন শুধু ফরাসি ওপেনের ফাইনালে।

সিনারের তিন গ্র্যান্ডস্লাম

সিনারের তিনটি গ্র্যান্ডস্লাম

১) অস্ট্রেলিয়ান ওপেন (২০২৪), ২) ইউএস ওপেন (২০২৪), ৩) উইম্বলডন (২০২৫)। রানার্স- ফরাসি ওপেন ২০২৫।