Ravindra Jadeja (Photo Credit: BCCI/ X)

Lords Test Day 3 Tea Report: লর্ডস টেস্টে লাঞ্চের ঠিক আগে, আর ঠিক পরে, দুটো বড় ধাক্কা কাটিয়ে উঠল টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় টেস্টে তৃতীয় দিনের টি-তে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৩১৬ রান। শুভমন গিলের দল এখনও পিছিয়ে ৭১ রান, হাতে ৫ উইকেট। জাদেজা ৪০ ও নীতীশ রেড্ডি ২৫ রানে ব্যাট করছেন। তাঁর ১০তম টেস্টে সেঞ্চুরিটি পূর্ণ করেই আউট হয়ে যান কেএল রাহুল। ঋষভ পন্থের রান আউট, ঠিক তার পরেই সেঞ্চুরি করে কেএল রাহুলের আউট। ৬ রানের ব্যবধানে দুটো উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত। ২৪৮ রানে ৩ থেকে ঋষভ পন্থ ও কেএল রাহুলের উইকেট হারিয়ে ৫ উইকেটে ২৫৪ হয়ে গেল টিম ইন্ডিয়া। সেখান থেকে ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজা-নীতীশ কুমার রেড্ডি-দুই অলরাউন্ডারের পার্টনারশিপে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত ষষ্ঠ উইকেটে ৬২ রান যোগ করে অপরাজিত আছেন জাদেজা ও নীতীশ। জাদেজা ৪০ রানে ও নীতীশ ২৫ রানে ব্যাট করছেন।

পন্থ ও রাহুল আজ এখনও পর্যন্ত আউট হয়েছেন

ইংল্য়ান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনও টিম ইন্ডিয়া ৭১ রানে পিছিয়ে, হাতে ৫ উইকেট। দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ১৪৫। তার মানে আজ, শনিবার প্রথম দুটি সেশন মিলিয়ে ভারত ২টি উইকেট হারিয়েছে, আর যোগ করেছে ১৭১ রান। এখনও পিচে তেমন কিছুই নেই। প্রথম ইনিংসে ১০০ রানের লিড চলে এলে, স্টোকসদের চাপে রাখতে পারবেন গিলরা। কারণ চতুর্থ দিনে দ্বিতীয় সেশন থেকে পিচ ভাঙতে পারে।

জাদেজার দারুণ ব্যাটিং

প্রথম ভারতীয় ব্য়াটার হিসাবে লর্ডসে রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি

চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রাহুলের এটি দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এর আগে লিডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। বার্মিংহ্যাম টেস্টের দ্বিতীয় ইনিংসে রাহুল ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছিলেন। লাঞ্চের ঠিক আগে ঋষভ পন্থের অত্যন্ত দুর্ভাগ্যজনক রান আউটের ধাক্কা কাটিয়ে উঠে লড়ছেন রাহুল-জাদেজা। অনবদ্য ইনিংস খেলা পন্থ ব্যক্তিগত ৭৪ রানে রান আউট হন। চতুর্থ উইকেটে রাহুল-পন্থ ১৪১ রানের অনবদ্য পার্টনারশিপ করেন।