মুম্বই, ২৯ নভেম্বর: অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হলেও, অধিনায়ক রোহিত শর্মার ওপরেই আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে ভরসা রাখছে বিসিসিআই। জোর জল্পনা চলছিল, টি-২০ এবং ওয়ানডে-সীমিত ওভারের দুটি ফর্ম্যাট থেকেই রোহিতকে নেতৃত্বে থেকে সরানো হবে। টি-২০-তে রোহিতের জায়গায় পাকাপাকি অধিনায়কত্বের দেওয়া হবে হার্দিক পান্ডিয়াকে, আর ওয়ানডে-তে লোকেশ রাহুল বা ঋষভ পন্থদের মধ্যে কাউকে নেতৃত্ব ভার দেওয়া হতে পারে।
কিন্তু বোর্ডের শীর্ষ কর্তারা ওয়ানডে-তে অধিনায়ক রোহিতের ওপর আস্থা রাখছে চাইছেন। ১২ বছর পর দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামছে টিম ইন্ডিয়া। সামনে বড় কিছু অঘটন না ঘটলে রোহিতের নেতৃত্বেই তৃতীয়বার ওয়ানডে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।
দেখুন টুইট
It is certain that Rohit Sharma will Captaining team India in the ODI World Cup 2023. (According to @abhishereporter)
— CricketMAN2 (@ImTanujSingh) November 29, 2022
তবে টি-২০-তে রোহিতকে আর হয়তো অধিনায়ক হিসেবে দেখা যাবে না। টেস্টেও রোহিত আর অধিনায়ক থাকেন কি না দেখার।