ISL 2021-22 Odisha FC vs SC East Bengal LIVE Streaming: ডার্বিতে লজ্জার হারের পর আজ ওডিশার বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, কখন কীভাবে সরাসরি দেখবেন ম্যাচ
East Bengal Coach Manolo Díaz. (Photo Credits: Twitter)

মারগাঁও, ৩০ নভেম্বর: আইএসএল ২০২১-এ তাদের প্রথম জয় পেতে আজ, মঙ্গলবার নামছে এসসি ইস্টবেঙ্গল। এটিকে মোহনবাগানের কাছে ডার্বিতে ০-৩ গোলে হারের পর আজ ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র কাছে ড্র করার পর ডার্বিতে নেমেছিল ইস্টবেঙ্গল। ডার্বিতে বড় কিছু করার স্বপ্ন নিয়ে নেমে বড় ধাক্কা খায় ম্যানুয়েল দিয়াসের দল। তবে ১১ দলের আইএসএল, ম্যারাথন লিগ। সব ভুলে অভিষেক জয়ের লক্ষ্যে আজ নামছে ইস্টবেঙ্গল। লাল হলুদ শিবিরের বক্তব্য একটা জয় পেলে সব সমস্যা দূর হবে।

অন্যদিকে, বেঙ্গালুরু এফসির মত শক্তিশালী দলকে ৩-১ গোলে হারিয়ে ওডিশা এফসি চাইছে চমকের ধারা অব্যাহত রাখতে। ডার্বি হেরে নামা ইস্টবেঙ্গলের দুর্বলতা কাজে লাগিয়ে বাজিমাত করতে চাইছে। আরও পড়ুন: শার্দুল ঠাকুরের এনগেজমেন্টে জমিয়ে মজা করলেন রোহিত শর্মা, রাহুল- ধওয়ানরা কী বললেন 

আসুন দেখে নেওয়া ইস্টবেঙ্গল-ওডিশা ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা

এসসি ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি ম্যাচটি কখন আছে?

ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি ম্যাচ ৩০ নভেম্বর, মঙ্গলবার খেলা হবে।

ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি ম্যাচ কোথায় হবে?

ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি ম্যাচ গোয়ার তিলক ময়দানে খেলা হবে।

ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি ম্যাচ কখন শুরু হবে?

ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়।

ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।

ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচ লাইভ স্ট্রিমিং কী ভাবে দেখবেন?

ডিজনি+হটস্টারে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। জিও টিভিতেও লাইভ স্ট্রিম হবে ম্যাচ।

লিগ তালিকায় দুটি দল কোথায় আছে

চলতি আইএসএলে দুটি ম্যাচ খেলে ইস্টবেঙ্গল একটা ড্র আর একটাতে হেরেছে। লাল হলুদের পয়েন্ট মাত্র ১, এগারো দলের লিগ তালিকায় ১০ নম্বরে আছে ম্যানুয়েল দিয়াসের দল। অন্যদিকে, ওডিশা একটা ম্যাচ খেলে একটাতেই জিতেছে। প্রথম ম্যাচেই ফেভারিট বেঙ্গালুরু এফসি-কে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু করেছে ওডিশা।