কপিল দেবের বড় এক রেকর্ড ভাঙতে চলেছেন ইশান্ত শর্মা
ইশান্ত শর্মা। (Photo Credits: ANI)

অ্যান্টিগা,২৯ অগাস্ট: কপিল দেবের (Kapil Dev) বড় রেকর্ড ভাঙার একেবারে দোরগড়ায় ভারতের তারকা পেসার ইশান্ত শর্মা (Ishant Sharma)। কাল, শুক্রবার থেকে কিংস্টনে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। ইশান্ত কিংস্টন টেস্টে একটা উইকেট নিলেই ভেঙে দেবেন এশিয়ার বাইরে কপিল দেবের উইকেট নেওয়ার রেকর্ড। এশিয়ার বাইরে টেস্টে কপিল দেব নিয়েছেন ১৫৫টি উইকেট। ইশান্তও এশিয়ার বাইরে টেস্টে ১৫৫টি উইকেট নিয়েছেন । কপিলের সেই রেকর্ড ভাঙলে এশিয়ার বাইরে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিচারে দেশের সেরা হতে ইশান্তের সামনে থাকবেন শুধু অনিল কুম্বলে (২০০টি উইকেট)।

মজার কথা, কিংস্টন টেস্ট শুরুর আগে কপিল দেব-ইশন্ত শর্মা এশিয়ার বাইরে পরিসংখ্যানে একেবারে সমান জায়গায় দাঁড়িয়ে। 'হরিয়ানার হ্যারিকেন' কপিল দেব যেমন ৪৫টি টেস্টে ১৫৫টি উইকেট নিয়েছেন, সেখানে ইশান্ত শর্মাও ৪৫টি টেস্ট খেলে এশিয়ার বাইরে টেস্টে ১৫৫টি উইকেট নিয়েছেন। এশিয়ার বাইরে টেস্টে ১৫০টি-র বেশি উইকেট নেওয়ার ব্যাপারে তিন ভারতীয় হলেন অনিল কুম্বলে (Anil Kumble), কপিল দেব (Kapil Dev), ইশান্ত শর্মা (Ishant Sharma)। এই তালিকায় চার ও পাঁচ নম্বরে যথাক্রমে জাহির খান (১৪৭টি উইকেট), বিষাণ সিং বেদি (১২৩টি উইকেট)। আরও পড়ুন-অ্যান্টিগায় জশপ্রীত বুমরা-র পাঁচ উইকেটে বড় রেকর্ড হল, এই ব্যাপারে এশিয়ায় প্রথম বুমরা

আগামিকাল থেকে শুরু হতে চলা কিংস্টনে সিরিজের শেষ তথা দ্বিতীয় টেস্টে ইশান্ত শর্মা-র মত রেকর্ডের দোরগড়ায় দাঁড়িয়ে বিরাট কোহলিও। কিংস্টনে জিতলেই এমএস ধোনি (২৭টি জয়)-কে টপকে টেস্টে দেশের সর্বকালের সফলতম অধিনায়ক হয়ে যাবেন কোহলি। অ্য়ান্টিগা টেস্টে জিতে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জেতা অদিনায়ক হওয়ার রেকর্ড গড়েছিলেন ক্যাপ্টেন কোহলি। সৌরভের রেকর্ড ভেঙে কোহলি বিদেশের মাটিতে ১২টি টেস্ট নজির গড়েন। আগামিকাল থেকে শুরু হতে চলা টেস্টে ভারতের প্রথম একাদশের সম্ভাবনা কম। রোহিত শর্মা, রবীচন্দ্রন অশ্বিনকে ফের প্রথম একাদশের বাইরে দেখলে অবাক হওয়ার থাকবে না। দু ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ এগিয়ে থেকে নামছে।