IPL Trophy. (Photo Credits: Twitter)

মুম্বই, ১৩ জুন: আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব কেনার লড়াইটা দ্বিতীয় দিনে আরও জমজমাট হল। গতকাল মনে করা হচ্ছিল, লড়াইটা মূলত দু একটা সংস্থার মধ্যেই সীমিত থাকবে। কিন্তু মুম্বইতে ই নিলামের প্রথম তিনটে ঘণ্টায় ঘটল নানা নাটক। মূল লড়াইটা হল ডিজিটাল স্বত্ব নিয়ে। আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টিভি-ডিজিটাল সম্প্রচার স্বত্ব বিক্রি হল মোট ৪৩ হাজার ৫০ কোটিতে! আগের সব কিছুকে ছাপিয়ে গেল এই টাকার অঙ্ক।

আইপিএলের সম্প্রচার স্বত্ত্বের অর্থ ছাপিয়ে গেল প্রিমিয়র লিগ ফুটবলকেও। আসলে ভারতে আইপিএলে এমন একটা ইভেন্ট, এই টুর্নামেন্ট যারাই দেখাবে তারাই এক নম্বরে থাকবে, আর রেকর্ড অর্থের বিজ্ঞাপন ও টিআরপি পাবে। তাই সব বড় চ্যামনেস, সংস্থারাই আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব কিনতে আগ্রহ দেখায়। আর তাতেই উঠল রেকর্ড অর্থ।

দেখুন টুইট

খুব সম্ভবত, টিভি স্বত্ত্ব পাচ্ছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। স্টারের আগে সোনিতেই দেখানো হত আইপিএল। ২০১৭ থেকে স্টার আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব কিনেছিল। ডিজিটাল স্বত্বের লড়াইটা চলছে হটস্টার ও সোনির অ্যাপ সোনি লিভের মধ্যে।