স্যাম কুরান থেকে ক্যামেরন গ্রিন, বেন স্টোকস। শুক্রবার কোচিতে আইপিএলের মিনি নিলামে রেকর্ড অর্থ ক্রিকেটারদের কিনতে ব্যস্ত ছিল পঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ন্সরা। সেখানে একেবারে দর্শকের ভূমিকায় কলকাতা নাইট রাইডার্স। চন্দ্রকান্ত পন্ডিতরা তেমনভাবে কাউকে কেনার চেষ্টাই করলেন না। পার্সে সবচেয়ে কম টাকা ছিল কেকেআর-এর। মাত্র ৭ কোটি ৫ লক্ষ টাকা নিয়ে নিলামে নেমে কলকাতাকে কিনতে হবে ১১জনকে। তাদের মধ্যে আবার ৩জন বিদেশীকেও নিতে হবে।
এমন শাঁকের করাতে দাঁড়িয়ে ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য পারফরম্যান্স করা তামিলনাড়ুর উইকেটকিপার ব্যাটার এন জাগদীশণ (N Jagadeesan)-কে দলে নিল কেকেআর (KKR)। জগদীশনকে নিতে কেকেআর-এর খরচ হল ৯০ লক্ষ টাকা। স্যাম বিলিংস ও শেলডন জ্যাকসনকে ছেড়ে দেওয়ার পর একজন ভাল উইকেটকিপার-ব্যাটারকে দরকা ছিল কেকেআর-এর। আরও পড়ুন-কুরান কথা! আইপিএলের রেকর্ড ভেঙে সাড়ে ১৮ কোটিতে বিক্রি হওয়া স্যাম কুরানকে নিয়ে অজানা কথা
দেখুন টুইট
We're in for Jagadeesan! ?#IPLAuction #TATAIPLAuction
— KolkataKnightRiders (@KKRiders) December 23, 2022
বিজয় হাজারে ট্রফিতে টানা চারটে ম্যাচে সেঞ্চুরি করে নজির গড়েছিলেন এমএস ধোনির চেন্নাইতে খেলা জগদীশণ। ধোনির উত্তরসূরি হিসেবে তাঁকে দেখা হচ্ছে।
দেখুন টুইট
Just FYI, this is what @Jagadeesan_200 did a few weeks back in the #VijayHazareTrophy! ?
#TATAIPLAuction #IPLAuction #AmiKKR pic.twitter.com/dEiDGYPR4Y
— KolkataKnightRiders (@KKRiders) December 23, 2022
জগদীশণের পাশাপাশি হিমাচলপ্রদেশের পেসার বৈভব আরোরাকেও দলে নিল কলকাতা। চলতি বছর আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলেছিলে বৈভব। আইপিএলের অভিষেকে চেন্নাইয়ের রবীন উত্থাপ্পা ও মইন আলিক আউট করেব ২৫ বছরের পেসার বৈভব।