
PBKS vs MI, IPL 2025 Qualifier 2: ভাগ্যের কী পরিহাস! বৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় কলকাতা আর হায়দরাবাদ থেকে সরিয়ে নিয়ে গিয়ে এবারের আইপিএলের প্লে অফের কোয়ালিফিয়ার টু আর মেগা ফাইনালের ম্যাচটি হচ্ছে আমেদাবাদে। কিন্তু ভাগ্যের কী পরিহাস, রবিবার সন্ধ্য়া থেকে বৃষ্টিতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ার টু-র খেলা নির্ধারিত সময় শুরুই হতে পারল না। মানে যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হচ্ছে। যদিও বৃষ্টি থামলে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ন্সের মধ্যে খেলাটি শুরু হওয়ার সম্ভাবনা আছে। এদিন, টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে এরপর এখনও মাঠে বল গড়ায়নি।
বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে উঠবে পঞ্জাব, বিদায় নেবে মুম্বই
শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস বনাম হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ন্স-এর মধ্যে কোয়ালিফায়ার টু-র ম্যাচটি মোদী স্টেডিয়ামে বৃষ্টির কারণে এখনও শুরু না হওয়ায় সবাই হতাশ। এদিনের ম্যাচে যারা জিতবে তারাই মঙ্গলবার ফাইনালে বিরাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। কোয়ালিফায়ার টু-তে কোনও রিজার্ভ ডে নেই। মঙ্গলবার ফাইনাল।
আমেদাবাদে বৃষ্টিতে এখনও শুরু হল না কোয়ালিফায়ার টু-র খেলা
Heavy rains. OK Tata bye 👋 #PBKSvsMI #Rain#Ahmedabad pic.twitter.com/qEqdnV24pK
— Kartik Kannan (@kartik_kannan) June 1, 2025
দেখুন ছবিতে
Rain is back in #Ahmedabad
Follow @KOTHGaming_ for updates and contests giveaways!#MIvPBKS #MIvsPBKS #PBKSvMI #PBKSvsMI
#MIvsPBKS pic.twitter.com/vxNYarzt0q
— 𝙎𝙬𝙚𝙚𝙩𝙮 𝙔𝙖𝙙𝙖𝙫 ♡︎🦋 (@sw_17_ty) June 1, 2025
ফাইনালে আগেই উঠে গিয়েছে বেঙ্গালুরু
এদিন কোয়ালিফায়ার টু-র খেলা ভেস্তে গেলে তাই লিগ তালিকায় পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে উঠে যাবে শ্রেয়স আইয়ারের পঞ্জাব, বিদায় নেবে মুম্বই। তবে এখনও অনেকটা সময় আছে। রাত ৯.৩০টা-তে খেলা শুরু হলেও পুরো খেলাই হবে। টসে জিতে প্রথমে বল করছে পঞ্জাব। মুম্বই এদিন খেলাচ্ছে ব্রিটিশ পেসার রেসে টোপলে (Reece Topley)-কে।