IPL Auction 2024 (Photo Credit: IPL/ X)

টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আইপিএল (IPL 2024) নিয়ে আগ্রহ আরও বেড়েছে। এবার সবার আগ্রহ মেগা নিলাম (IPL Mega Aution) নিয়ে। এবার আইপিএলের মেগা নিলামের পর ১০টি ফ্র্যাঞ্চাইজি দলের খোলনলচে বদলে যেতে চলেছে। মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজি দলগুলি একেবারে নয়া দল।

কবে হতে চলেছে মেগা নিলাম?

এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি। তবে চলতি বছর ডিসেম্বর অথবা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হতে পারে এই মেগা নিলাম। শোনা যাচ্ছে দু'দিন ধরে হবে এই মেগা নিলাম।

কোথায় হতে পারে এই মেগা নিলাম?

ফ্র্যাঞ্চাইজি দলগুলির সঙ্গে আলোচনা করে নিলামের জায়গা ঠিক হবে। সূত্রের খবর এবার মেগা নিলাম ভারতের বাইরে কোনও পাঁচতারা হোটেলে বসতে পারে।

মেগা নিলামে কতজন ক্রিকেটারদের ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি

শোনা যাচ্ছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৩ থেকে ৪জন ক্রিকেটারদের ধরে রাখতে পারবে।

কেকেআর কোন কোন ক্রিকেটারদের ধরে রাখতে পারে

এবারের আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ধরে রাখতে পারে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, শ্রেয়স আইয়ার ও বরুণ চক্রবর্তী-কে।

ফ্র্যাঞ্চাইজিগুলি কোন ক্রিকেটারদের ধরে রাখতে পারে

১) মুম্বই ইন্ডিয়ন্স- জশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব।

২) আরসিবি-বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল।

৩) সিএসকে- ঋতুরাজ গায়কোয়েড়, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা।

৪) দিল্লি- ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জাক ফ্রাসের-ম্যাকগুর্ক।

৫) সান রাইজার্স- ভূবনেশ্বর কুমার, অভিষেক শর্মা, টি নটরাজন, নীতীশ রেড্ডি।

৬) গুজরাট টাইটান্স- শুবমন গিল, সাই সুদর্শন, মহম্মদ সামি, রশিদ খান।

৭) লখনৌ সুপার জায়েন্টস- কেএল রাহুল, নিকোলাস পুরান, মার্কোস স্টোনিস, মায়াঙ্ক যাদব।

৮) পঞ্জাব- স্যাম কুরান, আর্শদীপ সিং, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা

৯) রাজস্থান- সঞ্জু স্যামসন, জোস বাটলার, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ।

১০) কলকাতা- সুনীল নারিন, আন্দ্রে রাসেল, শ্রেয়স আইয়ার ও বরুণ চক্রবর্তী

২০২৫ থেকে আইপিএলে কী বদল আসছে

টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা বাড়ছে। চলতি বছর আইপিএলে ৭৪টি ম্যাচ হয়েছিল। এবার ২০২৫ আইপিএলে হতে পারে মোট ৮৪টি ম্যাচ। আইপিএলের অফিসিয়াল সম্প্রচারক সংস্থা এমন প্রস্তাবই দিয়েছে। এইভাবে ধাপে ধাপে বাড়তে বাড়তে ২০২৭ আইপিএলে ৯৪টি ম্যাচ হবে। সেক্ষেত্রে আইপিএলের সময়সীমা বেড়ে তিন মাস হতে পারে।