গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আগামী শনিবার, ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৫-এ অভিযান শুরু করছে। গতবার শ্রেয়স আইয়ারের নেতৃত্বে তাদের তৃতীয় আইপিএল খেতাব জিতেছিল শাহরুখ খানের দল। এবার নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে 'বারবার, আবার, চারবার' স্লোগানে ঝাঁপাচ্ছে কলকাতা। এবারও আইপিএলে কেকেআর-এর তুরুপের তাস দুই ক্যারিবিয়ান- সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। রেকর্ড ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় মেগা নিলামে ভেঙ্কটশ আইয়ারকে কিনে তাঁর ওপর অনেক আশা কলকাতার। অধিনায়ক রাহানে এবার বড় কিছু করে দেখাতে পারেন, এমন প্রত্যাশা রয়েছে নাইট সমর্থকরা। জাতীয় দলে নজর কাড়া পারফরনম্যান্স করে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী-রা এবার কলকাতার বোলিং আক্রমণে বড় ভরসার।
দুই স্পেশালিস্ট পেসার, তিন স্পিনারে ঝাঁপাতে পারে কলকাতা
প্রোটিয়া পেসার নোকিয়া, কিংবা অজি স্পিডস্টার স্পেন্সার জনসন-এবার আশার আলো দেখাচ্ছেন। গত কয়েক মরসুমে কেকেআরএ-র পেস বোলিং দলকে ডুবিয়েছে। এবার তার ব্যতিক্রম হতে পারে। রাহানে-র সঙ্গে ওপেনার হিসেবে কেকেআর-এর কাছে দুটি অপশন থাকছে। একজন- দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি কক, আরেকজন আপগানিস্তানের রহমুল্লাহ গুরবাজ। দুজনেই উইকেট কিপিংও করেন। কলকাতার লোয়ার মিডল অর্ডারে রমণদীপ সিং, মণীশ পান্ডে, রাসেলরা বড় ফারাক গড়তে পারেন।
শক্তিশালী মিডল অর্ডার
শুরু কলকাতা ওপেনার হিসেবে কুইন্টন ডি কক ও সুনীল নারিনকে ব্যবহার করতে পারে। তিনে অঙ্গকৃশ রঘুবংশী, মিডল অর্ডারে রাহানে, ভেঙ্কটেশ আইয়ার। লোয়ার মিডল অর্ডারে হার্ড হিটার ও ফিনিশারের ভূমিকায় থাকছেন রমনদীপ সিং ও আন্দ্রে রাসেল।
বোলিং ইউনিট দারুণ
স্পিনার হিসেবে সুনীল নারিনের সঙ্গে থাকছেন বরুণ চক্রবর্তী। দুই পেসার হিসেবে হর্ষিত রানা ও নোকিয়া খেলতে পারেন। বাকি চার ওভার করবেন রাসেল ও ভেঙ্কটেশ আইয়ার। নোকরিয়ার পরিবর্ত হিসেবে স্পেনার্স জনসনকেও ভাবা হয়েছে। কাশ্মীরের স্পিডস্টার উমরন মালিককেও পেস সহায়ক পিচে খেলানোর কথা ভাবা হচ্ছে।
প্রথম ম্যাচে কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ
আজিঙ্কা রাহানে (অধিনায়ক), কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, নোকিয়া/স্পেন্সার জনসন। (ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব আরোরা)।
কেকেআরের রিজার্ভ বেঞ্চে থাকবেন যারা-- রহমানুল্লাহ গুরবাজ, মায়াঙ্ক মার্কান্ডে, রোভম্যান পাওয়েল, মণীশ পান্ডে, লভনিথ সিসোদিয়া, অনুকুল রায়, মইন আলী ও উমরান মালিক।
কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ সূচি
২২ মার্চ (শনিবার)- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র বিরুদ্ধে, কলকাতায়
২৬ মার্চ (বুধবার)- রাজস্থান রয়্যালস (আরআর)-এর বিরুদ্ধে, গুয়াহাটিতে
৩১ মার্চ (সোমবার)- মুম্বই ইন্ডিয়ন্স (এমআই)-এর বিরুদ্ধে, মুম্বইয়ে
৩ এপ্রিল (বৃহস্পতিবার)- সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)--এর বিরুদ্ধে, কলকাতায়
৬ এপ্রিল (রবিবার)- লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর বিরুদ্ধে, কলকাতায়
১১ এপ্রিল (শুক্রবার)- চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর বিরুদ্ধে, চেন্নাইয়ে
১৫ এপ্রিল (মঙ্গলবার)- পঞ্জাব কিংস (পিবিকেএস)-এর বিরুদ্ধে, নিউ চণ্ডীগড়ে
২১ এপ্রিল (সোমবার)-গুজরাট টাইটান্স (জিটি)-এর বিরুদ্ধে, কলকাতায়
২৬ এপ্রিল (শনিবার)- পঞ্জাব কিংস (পিবিকেএস)-এর বিরুদ্ধে, কলকাতা
২৯ এপ্রিল (মঙ্গলবার)- দিল্লি ক্যাপিটালস (ডিসি)-এর বিরুদ্ধে, দিল্লি
৪ মে (রবিবার)- রাজস্থান রয়্যালস (আরআর)-এর বিরুদ্ধে, কলকাতা
৭ মে (বুধবার)- মুম্বই ইন্ডিয়ন্স (এমআই)-এর বিরুদ্ধে, কলকাতা
১০ মে (শনিবার)- সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)-এর বিরুদ্ধে, হায়দরাবাদে
১৭ মে (শনিবার)- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর বিরুদ্ধে, বেঙ্গালুরুতে
এবার ইডেনে KKR-এর ম্যাচ
২২ মার্চ (শনিবার)- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৩ এপ্রিল (বৃহস্পতিবার)- সানরাইজার্স হায়দরাবাদ
৬ এপ্রিল (রবিবার)- লখনউ সুপার জায়েন্টস
২১ এপ্রিল (সোমবার)-গুজরাট টাইটান্স
২৬ এপ্রিল (শনিবার)- পঞ্জাব কিংস
৪ মে (রবিবার)- রাজস্থান রয়্যালস
৭ মে (বুধবার)- মুম্বই ইন্ডিয়ন্স