
IPL 2025: আগামী শনিবার,১৭ মে থেকে শুরু হচ্ছে যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যাওয়া আইপিএল। ঠিক ৮ দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়ে যাচ্ছে ক্রিকেট বিশ্বের ধনীতম ফ্র্যাঞ্চাইজি লিগ। শনিবার বেঙ্গালুরু আরসিবি বনাম কেকেআর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, আহমেদেবাদ এবং মুম্বই- এই ৬টি কেন্দ্রে আইপিএলের বাকি ১৭টি ম্যাচ আয়োজিত হবে। ফাইনাল ও প্লে অফের ম্যাচ কোথায়, কবে হবে তা এখনও জানানো হয়নি।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র মেলার পর সব ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে আলোচনা করে শনিবার থেকে ফের আইপিএল শুরুর ঘোষণা হল।
দেখুন আইপিএলের পরিবর্তিত সূচি
Reminder of IPL 2025 Schedule is here. #ipl2025update
IPL restart : 17 May 2025 to 03 Jun 2025 (updated)
most of us assumed that remaining matches of would happen down south, this is a bit surprising.
Specially, 3 in Jaipur, 3 in Delhi & 2 each in Lucknow & Ahmedabad??? pic.twitter.com/0C7k6Cjrnd
— Vaishnavi (@vaishu_z) May 12, 2025
ফাইনাল ২ জুন, স্থান ঘোষণা হয়নি
এবারের আইপিএলে বাকি থাকা ১৭টি ম্যাচ দেশের ৬টি কেন্দ্রে আয়োজিত হবে। ফাইনাল খুব সম্ভবত ২ জুন হবে বলেও বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত শুক্রবার আইপিএল এক সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল
বিদেশী ক্রিকেটারদের দ্রুত ফিরে আনার ব্যাপারে চূড়ান্ত কথা চলছে। গত ৮ মে, বৃহস্পতিবার ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে ফ্লাডলাইট নিভে গিয়ে খেলা পরিত্যক্ত হয়। হামলার আশঙ্কায় দর্শকদের দ্রুত স্টেডিয়ামে থেকে বের করে দেওয়া হয়। এরপর শুক্রবার দুপুরে আইপিএল সাময়িক বন্ধ করার কথা জানিয়ে দেয় BCCI।
শনিবার শুরু হচ্ছে আইপিএল
🗓️ #TATAIPL 2025 action is all set to resume on 17th May 🙌
The remaining League-Stage matches will be played across 6⃣ venues 🏟️
The highly anticipated Final will take place on 3rd June 🏆
Details 🔽https://t.co/MEaJlP40Um pic.twitter.com/c1Fb1ZSGr2
— IndianPremierLeague (@IPL) May 12, 2025
কোন জায়গায় দাঁড়িয়ে আইপিএল
পয়েন্ট তালিকায় প্রথম চারটি স্থানে আছে-১) গুজরাট, ২) বেঙ্গালুরু, ৩) পঞ্জাব, ৪) মুম্বই। প্লে অফে ওঠার মরিয়া চেষ্টায় পাঁচে থাকা দিল্লি
পয়েন্ট তালিকায় প্রথম ছয়
১) গুজরাট: ১৬ পয়েন্ট (১১ ম্যাচে)
২) বেঙ্গালুরু: ১৬ পয়েন্ট (১১ ম্যাচে)
৩) পঞ্জাব: ১৬ পয়েন্ট (১২ ম্যাচে)
৪) মুম্বই: ১৪ পয়েন্ট (১২ ম্যাচে)
৫) দিল্লি: ১৪ পয়েন্ট (১২ ম্যাচে)
৬) কলকাতা: ১১ পয়েন্ট (১২ ম্যাচে)
কোন কোন দল প্লে অফের লড়াইয়ে আছে
প্লে অফে ওঠার ব্যাপারে প্রায় নিশ্চিত গুজরাট, বেঙ্গালুরু, পঞ্জাব। চতুর্থ স্থানের লড়াইয়ে মুম্বই ও দিল্লির মধ্যে লড়াই।
কোন কোন দল বিদায় নিয়েছে
কলকাতা, লখনৌ, চেন্নাই, রাজস্থান ও হায়দরাবাদ প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে।
সর্বোচ্চ রানসংগ্রহকারী (কমলা টুপি)
সূর্যকুমার যাদব, মুম্বই: ৫১০ রান (গড় ৬৩.৭৫, স্ট্রাইক রেট: ১৭০)
সর্বোচ্চ উইকেটসংগ্রহকারী (বেগুনী টুপি)
প্রসিধ কৃষ্ণা, গুজরাট (২০টি)