আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসতে চলেছে এবারের আইপিএলের নিলামের আসর। মোট ৩৩৩ জন ক্রিকেটার এবার আইপিএলের নিলাম থেকে কিনতে পারবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ৩৩৩ জনের মধ্যে আছেন ২১৪ জন ভারতীয়, ১১৯ জন বিদেশী। এবারের নিলামে বিদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশী থাকছে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড থেকে। ইংল্যান্ডের মোট ২৫ জন ক্রিকেটার নিলামে উঠেছেন। তারপরই আছে যথাক্রমে অস্ট্রেলিয়া (২১), দক্ষিণ আফ্রিকা (১৮) এবং ওয়েস্ট ইন্ডিজ (১৬)-এর ক্রিকেটাররা।
বেন স্টোকস, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, হ্যারি ব্রুক, প্যাট কামিন্স, রচিন রবীন্দ্রদের দিকে সবার নজর।
দেখুন ছবিতে
IPL 2024 Auction players list from each Countries:
India - 214
England - 25
Australia - 21
South Africa - 18
West Indies - 16
New Zealand - 14
Afghanistan - 10
Sri Lanka - 8
Bangladesh - 3
Zimbabwe - 2
Namibia / Netherlands - 1 pic.twitter.com/Wqq0oWEFev
— Johns. (@CricCrazyJohns) December 12, 2023
এক নজরে আইপিএলের আসন্ন নিলামে কোন দেশ থেকে কতজন ক্রিকেটার থাকছেন-
ভারত: ২১৪,ইংল্যান্ড: ২৫,অস্ট্রেলিয়া: ২১,দক্ষিণ আফ্রিকা: ১৮, ওয়েস্ট ইন্ডিজ: ১৬, নিউ জিল্যান্ড: ১৪, আফগানিস্তান: ১০, শ্রীলঙ্কা: ৮, বাংলাদেশ: ৩, জিম্বাবোয়ে: ২, নামিবিয়া/নেদারল্যান্ডস:১