কোমরের চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ার। এমনকী, আইপিএল-এর শুরুর দিকের অনেকগুলি ম্যাচেও হয়তো অধিনায়ককে পাবে না কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াসের চোট ঠিক কতটা গুরুতর, সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। বিসিসিআই-এর পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে।
তবে যদি শ্রেয়াসের অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তাহলে তাঁর পক্ষে এবারের আইপিএল-এ কোনও ম্যাচই খেলা সম্ভব হবে না। আর সেক্ষেত্রে ভাঁজ পড়তে পারে কেকে আর ম্যানেজমেন্টের কপালে। শ্রেয়াস যতদিন না ফিট হয়ে দলে ফিরছেন ততদিনের জন্য কেকেআর-কে নতুন অধিনায়ক বেছে নিতে হবে। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে কেকেআর। এটাই এবারের আইপিএল-এ কেকেআর-এ প্রথম ম্যাচ। জয় দিয়েই প্রতিযোগিতা শুরু করতে চান নাইটরা।
কেকেআর-এর এবারের দলে যাঁরা আছেন তাঁদের মধ্যে নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি, বাংলাদেশের অধিনায়ক শাকিব আল-হাসান আছেন। সাউদির নেতৃত্বে ক্রাইস্টচার্চ টেস্ট ম্যাচের শেষ বলে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার পথ প্রশস্ত করে দিয়েছে নিউজিল্যান্ড। টি-২০ ফর্ম্যাটে সাউদি অত্যন্ত কার্যকরী খেলোয়াড়।
শাকিবও টি-২০ ফর্ম্যাটে বেশ উপযোগী। আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে আছেন বাংলাদেশের অধিনায়ক। ফলে শাকিব ও সাউদির মধ্যে থেকে কাউকে অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে
অনেকদিন ধরে কেকেআর-এর হয়ে খেলছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বহু ম্যাচে কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করতে নেমে কেকেআর-কে জিতিয়ে মাঠ ছেড়েছেন এই অলরাউন্ডার। ব্য়াটিংয়ের মতোই তাঁর বোলিংও দলের সম্পদ। দলের সবার কাছেই রাসেলের গ্রহণযোগ্যতা আছে। ফলে রাসেলকে এবার অধিনায়ক করা হতেই পারে।
ওয়েস্ট ইন্ডিজের অপর এক অলরাউন্ডার সুনীল নারিনও বেশ কিছুদিন ধরেই কেকেআর-এর সম্পদ। তাঁর বোলিং এখনও বিপক্ষের ব্যাটারদের কাছে বিস্ময়। নারিনের ব্যাটিংয়ের হাতও ভালো। তিনি ওপেনিং-সহ যে কোনও পজিশনে ব্যাটিং করতে পারেন। আইপিএল কেরিয়ারে কেকেআর ছাড়া অন্য কোনও দলের হয়ে খেলেননি নারিন। দলের প্রতি এই দায়বদ্ধতার জন্য নারিনকে এবার নতুন অধিনায়ক করা হতে পারে।
সেদিক থেকে দেখতে গেলে নীতীশ রানা আরেকজন নিরাপদ খেলোয়াড় যাকে অধিনায়ক করা যেতে পারে। তিনি এমন একজন খেলোয়াড় যিনি , ২০১৬ সালে অভিষেকের পর থেকে এখনো অবধি ৯১ টি ম্যাচ খেলেছেন। ১৩৪.২২ স্ট্রাইক-রেটে প্রায় ২৮এর গড়ে ২১৮১ রান করেছেন।। নীতীশ রানা আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। সামগ্রিকভাবে