CSK High Score Photo Credit: Twitter@ANI

রবিবার ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাউডার্সের  বিরুদ্ধে আইপিএল ২০২৩-র ম্যাচে ২৩৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ দলগত ইনিংস।২০১০ সালে চেন্নাইয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫ উইকেটের বিনিময়ে ২৪৬ রান তোলে সিএসকে। আইপিএল তথা সব ধরনের টুর্নামেন্টে এটি চেন্নাই সুপার কিংসের সব থেকে বেশি রানের দলগত ইনিংসের রেকর্ড। সেই ম্যাচে মুরলি বিজয় ৫৬ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।২০০৮ সালে মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে সিএসকে ৫ উইকেটের বিনিময়ে ২৪০ রান তোলে। আইপিএলে এটি চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড।

গতকালের (২৩ এপ্রিল, রবিবার) ম্যাচে অজিঙ্কা রাহানে এবং শিবম দুবের হাফ সেঞ্চুরি এবং তৃতীয় উইকেট জুটিতে  মাত্র ৩২ বলে ৮৫ রানের পার্টনারশিপের দৌলতে চেন্নাই সুপার কিংস (CSK)  কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ৪৯ রানে হারিয়েছে। এর মধ্যে পাঁচটি ছক্কা ও ছয়টি চার দিয়ে সাজানো রাহানের ২৯ বলে অপরাজিত ৭১ এবং দুবের দুটি চার পাঁচটি ছক্কায় সাজানো ২১ বলে ৫০ রান সুপারকিংসের স্কোরকে ২৩৫ অবধি টেনে নিয়ে যায়।এই দুজন ছাড়াও ওপেনার ডেভন কনওয়ে (৫৬) হাফ সেঞ্চুরি করেন। সুপার কিংস শেষ আট ওভারে ১২৬ রান করেছে।২৩৫ রানের জবাবে খেলতে নেমে নাইট রাইডার্স দল আট উইকেটে ১৮৮ রান করতে পারে। এই জয়ের পরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) টেবিলের শীর্ষে চলে গেছে ৪ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।