পুণে, ৭ মে: এবারের আইপিএলে (IPL 2022) প্লে অফের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-এর। শনিবার পুণেয় লখনৌ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) কাছে ৭৫ রানে ধরাশায়ী হয়ে কার্যত ছুটি পাকা হয়ে গেল শ্রেয়স আইয়ারদের। ১১ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া নাইটরা লিগে তাদের শেষ তিনটে ম্যাচে জিতলেও বড় অলৌকিক কিছু ঘটে না সেরা চারে উঠতে পারছে না। এ মরসুমের সবচেয়ে খারাপ হারটা হয়তো এদিনই হারল নাইটার। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে সবেতেই পর্যদুস্ত হন শ্রেয়সরা। অন্যদিকে, টানা চারটে ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল লখনৌ সুপারজায়েন্টস (১১ ম্যাচে ১৬ পয়েন্ট)। হার্দিকদের মত সম সংখ্যাক পয়েন্ট পেয়েও গুজরাটকে নেটরান রেটে পিছনে ফেলে লোকেশ রাহুলরা শীর্ষে উঠলেন। দিনের প্রথম ম্যাচে পঞ্জাবকে হারানোয় তৃতীয় স্থানটা মজবুত করল রাজস্থান রয়্যালস (১১ ম্যাচে ১৪ পয়েন্ট)।
প্রথমে ব্যাট করে লখনৌ সুপার জায়েন্টেসরা নির্ধারিত ২০ ওভারে করে ৭ উইকেটে ১৭৬ রান। লখৌনয়ের ওপেনার কুইন্টন ডি কক (২৯ বলে ৫০) শুরুতেই ঝড় তুলে দলকে বড় রানের দিকে নিয়ে যান। দীপক হুডাও (২৭ বলে ৪১) ভাল ব্যাটিং করেন। জবাবে একসঙ্গে পুরো ব্যাটিং ইউনিট ফ্লপ করে নাইটদের। আন্দ্রে রাসেল (১৯ বলে ৪৫) আর সুনীল নারিন (১২ বলে ২২) ছাড়া কেকেআর-এর কোনও ব্যাটার রান পাননি। মাত্র ৮৭ বলেই অল আউট হয়ে যায় কেকেআর-এর ইনিংস। আরও পড়ুন: ৫২৫ কোটি ডলারে কিনে চেলসির নয়া মালিক মার্কিন ধনকুবের বোয়েলি
অ্যারন ফিঞ্চ (১৪) থেকে বাবা ইন্দ্রজিত (৬ বলে ০), অধিনায়ক শ্রেয়স (৯ বলে ৬), নীতীশ রানা (১১ বলে ২), রিঙ্কু সিং (১০ বলে ৬) সবাই বল নষ্ট করে আউট হন। সুপারজায়েন্টেসের পেসার আবেশ খান ১৯ রানে ৩টি ও জেসন হোল্ডার রান দিয়ে ৩১ রান দিয়ে ৩টি উইকেট নেন। রানা, রাসেল সহ তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন লখনৌ-এর পেসার আবেশ খান।