পুণে, ৯ এপ্রিল: আইপিএলের (IPL 2022) ইতিহাসে সবচেয়ে সফলতম দুই ফ্র্যাঞ্চাইজির একই রকম মহালজ্জার নজির। চলতি আইপিএলের প্রথম চারটি ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)। শনিবার দিনের প্রথম ম্যাচে সান রাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে ৮ উইকেটে হেরেছিল চেন্নাই, আর দ্বিতীয় ম্যাচে আরসিবি (RCB)-র কাছে ৭ উইকেটে হারল মুম্বই।
প্রথমে ব্যাট করে মুম্বই করেছিল ১৫১ রান। জবাবে ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় বিরাট কোহলি-ফাফ দুপ্লেসি। রান তাড়া করতে নেমে আরসিবি ওপেনার অনুজ রাওয়াত (৬৬), বিরাট কোহলি (৪৮) দারুণ ব্যাটিং করেন। আরও পড়ুন: দুর্বল হায়দ্রাবাদের কাছেও পরাস্ত, চারটে খেলে চারটেতেই হেরে ধোনিদের মহালজ্জার নজির
দেখুন ভিডিও
That's that from Match 18 as @RCBTweets win by 7 wickets.
This is #RCB's third win on the trot in #TATAIPL.
Scorecard - https://t.co/12LHg9xdKY #RCBvMI #TATAIPL pic.twitter.com/fU98QRPisL
— IndianPremierLeague (@IPL) April 9, 2022
দ্বিতীয় উইকেটে বিরাট-অনুজের ৮০ রানের পার্টনারশিপেই ম্যাচ বের করে নেয় বেঙ্গালুরু। প্রথম ম্যাচে হারের পর কলকাতার বিরুদ্ধে খেলা থেকে ঘুরে দাঁড়িয়ে আরসিবি টানা তিনটি ম্যাচে জিতল। বৃথা গেল মুম্বই ইন্ডিয়ন্সের ৩৭ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস। পয়েন্ট তালিকায় খাতা খুলতে না পারা চেন্নাই, মুম্বই এখন নেটরানের ভিত্তিতে যথাক্রম ৯ ও ১০ নম্বরে আছে। চলতি আইপিএলের বাকি দুটি দল অন্তত একটা ম্যাচে জিতেছে।