IPL 2022: টানা তিন ম্যাচে হার চেন্নাইয়ের, নতুন অধিনায়ক জাদেজার জয়ের দেখা নেই
Chennai Super Kings

মুম্বই, ৩ এপ্রিল: আইপিএল ২০২২ (IPL 2022)-এ তিনটে ম্যাচে খেলে তিনটেই হারল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কলকাতা, লখনউয়ের পর এবার ধোনি-রবীন্দ্র জাদেজার দলকে হারাল পঞ্জাব কিংস। রবিবার ব্রাবোর্ন স্টেডিয়ামে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব ৫৪ হারে হারাল চেন্নাইয়ের। ব্যাট-বল-ফিল্ডিং তিন বিভাগেই প্রীতি জিন্টার দলের কাছে পরাস্ত হল ধোনি-জাদেজার দল। এটাই আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ শুরু গতবারের চ্যাম্পিয়নদের। প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস করেছিল ১৮০ রান। জবাবে ধোনিরা ১৮ ওভারে মাত্র ১২৬ রানে অল আউট হয়ে যান। অধিনায়ক জাদেজা শূন্য রানে আউট হন। ধোনি করেন ২৩ রান। শিবম দুবে (৫৭) ছাড়া চেন্নাইয়ের আর কোনও ব্যাটার কিছুই করতে পারেননি।

গত আইপিএলের হিরো ঋতুরাজ গায়কোড়ে (১), মইন আলি (০), আম্বাতি রায়াড়ু (১৩) এদিনও ব্যর্থ হন। রাহুল চাহার ২৫ রানে ৩টি উইকেট নেন। পঞ্জাবের পেসার বৈভব আরোরা ও লিয়াম লিভিংস্টোন দুটি করে উইকেট নেন। দুটি উইকেটের পাশাপাশি মাত্র ৩২ বলে ৬০ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন লিয়াম লিভিংস্টোন। আরও পড়ুন: মহিলাদের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

দেখুন টুইট

কলকাতার কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠে ধোনিদের বিরুদ্ধে দারুণভাবে লিগ তালিকায় প্রথম চারে উঠে এল পঞ্জাব। অন্যদিকে, তিনটে ম্যাচে খেলে এখনও পয়েন্ট তালিকায় খাতা খুলতে পারল না গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই।