Women's World Cup 2022: অস্ট্রেলিয়ার মহিলা দলের ১২তম বিশ্বকাপ খেতাব জয়, রেকর্ড রান করে বিশ্বচ্যাম্পিয়ন অজি মহিলারা
Australia Women's Team. (Photo Credits: Twitter)

ক্রাইস্টচার্চ, ৩ এপ্রিল: বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে মহিলা ক্রিকেটে মুকুট ফিরে পেল অস্ট্রেলিয়া (Australia Women's Team)। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মহিলা দল সীমিত ওভারের দুই ফর্ম্যাট (ওয়ানডে, টি-২০) মিলিয়ে ১২ বার বিশ্বকাপ জিতল। অস্ট্রেলিয়ার মহিলা দল ওয়ানডে-তে এবার নিয়ে মোট ৭বার বিশ্বচ্যাম্পিয়ন হল। পাশাপাশি তাদের টি টোয়েন্টিতে পাঁচটি বিশ্ব খেতাব আছে। সেখানে অস্ট্রেলিয়ার পুরুষ দল ওয়ানডে ফর্ম্যাটে বিশ্বকাপ জিতেছে ৫ বার, আর টি টোয়েন্টিতে একবার, মানে মোট  ৬ বার। রবিবার ক্রাইস্টচার্চে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে রেকর্ড রান করে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। ১৯৭৩ সাল থেকে শুরু হয়ে এবার নিয়ে ১২ বার মহিলাদের ওয়ানডে বিশ্বকার আয়োজিত হল। তার মধ্যে সাতবাই চ্যাম্পিয়ন হল মহিলা অজি ব্রিগেড।

মহিলাদের ক্রিকেটে ঠিক এতটাই দাপট অস্ট্রেলিয়ার। এবার নিউ জিল্যান্ডে আয়োজিত মহিলাদের বিশ্বকাপেও একেবারে অপ্রতিরোধ্য পারফরম্যান্স করে লিগ পর্যায় সহ মোট ৯টা ম্যাচে অনায়াসে জিতে চ্যাম্পিয়ন হল ক্যাঙারুর দেশের মহিলা বাহিনী। ২০২০ সালে শেষবার আয়োজিত হয়েছিল মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারতকে ফাইনালে সেই বিশ্বকাপও জিতেছে অস্ট্রেলিয়ার মহিলা দল

ফাইনালের জন্য যেন নিজেদেরে সেরাটা তুলে সরিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া মহিলা দল। এদিন ক্রাইস্টচার্চে আয়োজিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার আলিসা হেলি-র অনবদ্য ১৭০ রানের ইনিংসের সৌজন্যে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে করে ৩৫৬ রান। আরও পড়ুন: মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে টুর্নামেন্টে সর্বাধিক রানের রেকর্ড অস্ট্রেলিয়ার রাখেল হাইন্সের

মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে এটাই সর্বকালীন রেকর্ড। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ভাল খেললেও, টার্গেটটা অনেকটা বড় হওয়ায় শেষ অবধি ৭১ রানে জিতে ট্রফি জেতে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ব্যাটার ন্যাট স্কিভার ১২১ বলে ১৪৮ রানের অপরাজিত অনবদ্য ইনিংস খেললেও তাঁকে রানার্স দলের সদস্য হিসেবেই মাঠ ছাড়তে হল। গতবার, ২০১৭ মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে ভারতকে হারিয়ে কাপ জিতেছিল ইংল্যান্ড। তারও আগের বিশ্বকাপে ২০১৩ সালে মুম্বইতে আয়োজিত মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কাপ জিতেছিল অজি প্রমিলা বাহিনী।

দেখুন টুইট

নিউ জিল্যান্ডে আয়োজিত মহিলাদের এই বিশ্বকাপে মিতালী রাজের নেতৃত্বে খেলা ভারতীয় দল লিগ পর্যায় থেকেই বিদায় নিয়েছিল।

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে কোন কোন বছর চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া- ১৯৭৮, ১৯৮২, ১৯৮৮, ১৯৯৭, ২০০৫, ২০১৩, ২০২২

মহিলাদের টি টোয়েন্টিতে বিশ্বকাপ কোন কোন বছর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া- ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০।