Shreyas Iyer. (Photo Credits: Twitter)

বেঙ্গালুরু, ১২ ফেব্রুয়ারি: বেঙ্গালুরুতে শুরু হল আইপিএলের মেগা নিলাম (IPL Mega Auction 2022)। এবার আইপিএলের নিলামে আটটি নয়, দশটি দল। নতুন দল হিসেবে যোগ দিয়েছে লখনউ সুপার জায়েন্টস আর গুজরাট টাইটনস। নিলামের দু'দিনে ৫৯০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ করা হবে। কয়েকজন তরুণ ক্রিকেটার রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন।

  • নিলামের লাইভ আপডেট:
  • নিলামের বাকি অংশ নিলামকারী হিসেবে কাজ করবেন চারু শর্মা। মাঝপথে অসুস্থ হয়ে পড়া নিলামকারী এডমিডিস এখন ভাল আছেন।
  • এখনও পর্যন্ত নিলামের দ্বিতীয় পর্বে কী কী হল

দেখুন টুইট 

  • আচমকাই নিলামের মঞ্চে অসুস্থ নিলামকারী এডমিডিস, সাময়িকভাবে থমকে আইপিএল নিলাম।

দেখুন টুইট

  • নিলামে ক্যারিবিয়ানদের জয়জয়কার। শেমরন হেটমায়ারকে সাড়ে ৮কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের সেরা ক্রিকেটার-অলরাউন্ডারকে জেসন হোল্ডারকে ৮.৭৫ কোটি টাকায় কিনল সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ।
  • ভারতের পেসার, গতবার আইপিএলে সর্বোচ্চ উইকেট হর্ষল প্যাটেলকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল আরসিবি।
  • বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্রথম পর্বে কেউ কিনল না। যদিও আবারও তাঁর নাম নিলামে উঠবে। স্টিভ স্মিথ, সুরেশ রায়নার পর এবার সাকিব- অবিক্রিত তালিকায় যোগ হল আরও এক তারকার নাম।
  • মিডল অর্ডার ব্যাটসম্যান নীতীশ রানাকে ৮ কোটিতে কিনে স্কোয়াডে ফেরাল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা আপাতত তিনজনকে কিনল। শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স , নীতীশ রানা। তিনজনকে কিনতে মোট খরচ হল ২৮ কোটি।

দেখুন টুইট

  • আপাতত অবিক্রিত থাকলেন  সুরেশ রায়না, স্টিভ স্মিথ। প্রথম পর্বে রায়না, স্মিথকে কিনতে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাল না।
  • দেবদূত পাদিক্কলকে ৭.৭৫ কোটিতে কিনল রাজস্থান রয়্যালস।
  • ডিজে ব্রাভোকে  ৪.৪০ কোটি টাকা দিয়ে দলে ফেরাল চেন্নাই সুপার কিংস।
  • রবীন উথাপ্পাকে দলে ফেরাল চেন্নাই। গত মরসুমে চেন্নাইয়ের চ্যাম্পিন হওয়ার পিছনে কারিগর উথাপ্পাকে ২ কোটি টাকায় কিনল ধোনির দল ।

দেখুন টুইট

  • মনীশ পান্ডেকে ৪ কোটি ৬০  লক্ষ টাকায় দলে নিল লখনউ সুপার জায়েন্টস। মনীশের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা।
  • এখনও পর্যন্ত মার্কি ক্রিকেটারদের নিলাম- শ্রেয়স আইয়ারের দাম সবচেয়ে বেশি উঠল। আইয়ারকে ১২.২৫ কোটিতে কিনল কলকাতা নাইট রাইডার্স। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। প্যাট কামিন্সকে ৭.২৫ কোটিতে কেনে কলকাতা।  ওপেনার শিখর ধাওয়ান ও প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা কেনে পঞ্জাব।  মহম্মদ শামিকে ৬.২৫ কোটিতে কিনল গুজরাট লায়ন্স। ফাফ দু প্লেসিকে কিনল আরসিবি। ডেভিড ওয়ার্নারকে ৬.২৫ কোটিতে কিনল দিল্লি।

দেখুন টুইট

  • অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারকে কিনল দিল্লি। সান রাইজার্স হায়দ্রাবাদে গত মরসুমে ভাল খেলতে পারেননি ওয়ার্নার। তবে টি-২০ বিশ্বকাপ ও অ্যাসেজে দারুণ খেলেন তিনি।
  • নিলামে প্রথমবার কিনল লখনউ  সুপারজায়েন্টস। সঞ্জীব গোয়েঙ্কার দল কিনল দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক-কে। ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় ডি কক-কে দলে নিল সঞ্জীব গোয়েঙ্কার দল।

দেখুন টুইট

  • চেন্নাই থেকে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যানকে ফাফ দু প্লেসি-কে দলে নিল বিরাট কোহলির আরসিবি। ৭ কোটিতে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক দু প্লেসিকে কিনল বেঙ্গালুরু।
  • মহম্মদ শামিকে ৬.২৫ কোটিতে দলে নিল গুজরাট টাইটান্স। আইপিএলের নতুন এই দলকে নেতৃত্বে দেবেন হার্দিক পান্ডিয়া।

দেখুন টুইট

  • শ্রেয়স আইয়ারকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিল কলকাতা নাইট রাইডার্স। খুব সম্ভবত শ্রেয়সই কলকাতার নেতৃত্বে আসবেন। আগে দিল্লির হয়ে অধিনায়কত্ব করে মাতিয়েছেন শ্রেয়স।

দেখুন টুইট

  • ট্রেন্ট বোল্ট ৮ কোটিতে রাজস্থান রয়্যালসে। অশ্বিনের পর বোল্টকে নিলামে কিনল রাজস্থান। একেবারে তারকা ঠাসা দল গড়তে নিলামের টেবিলে বিখ্যাত এই ফ্র্যাঞ্চাইজি।

দেখুন টুইট

  • দক্ষিণ আফ্রিকার তারকা পেসার রাবাদাকে ৯.২৫ কোটি টাকায় কিনল পঞ্জাব। দিল্লি ক্যাপিটালসের হয়ে গত দুটি মরসুমে দারুণ বল করেন রাবাদা।

    • অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক তথা প্যাট কামিন্সকে ৭ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিল কলকাতা নাইট রাইডার্স। আগেও কলকাতায় ছিলেন কামিন্স। কামিন্সকে কলকাতার নেতৃত্ব দিতে দেখা যাবে কি?
    • দেখুন টুইট

  • রবীচন্দ্রন অশ্বিনকে ৫ কোটিতে দলে নিল রাজস্থান রয়্যালস।
  •  নিলামে ওপেন করলেন শিখর ধাওয়ান। ৮ কোটি ২৫ লক্ষ টাকায় ধাওয়ানকে কিনল কিংস পঞ্জাব। জাতীয় দলে ৩৬ বছরের ধাওয়ানের কেরিয়ার শেষের দিকে হয়ে হলেও, আইপিএলে তাঁর চাহিদা ভালই আছে। 
  • শুরু হল নিলাম
  • কলকাতা  নাইট রাইডার্সের হয়ে নিলামের টেবলে বসছেন-ভেঙ্কি মাইসোর (সিইও), ভরত অরুণ (সহকারী কোচ), এআর শ্রীকান্ত (কোচিং  স্টাফ), অভিষেক নায়ার (সহকারী কোচ)  
  • লখনউ সুপার জায়েন্টেসের হয়ে নিলামের টেবিলে বসেছেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা।  সঙ্গে মেন্টর গৌতম গম্ভীর, কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।
  • ফ্র্যাঞ্চাইজিদের দ্বারা ইতিমধ্যেই ৩৩ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে বা ধরে রাখা হয়েছে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৫৯০ জন ক্রিকেটারের মধ্য়ে আরও ২১৭ জন খেলোয়াড়কে নিলামে কেনার ব্যবস্থা করা হয়েছে।
  • পারিবারিক কারণে নিলামে অংশ নিতে পারছেন না পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। পঞ্জাবের হয়ে আছেন নেস ওয়াদিয়াস অনিল কুম্বলে।  

দেখুন টুইট

সম্ভাব্য শক্তিশালী দল গঠনের জন্য ১০টি ফ্র্যাঞ্চাইজি একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত। ১০টি ফ্র্যাঞ্চাইজি হল- চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটান্স প্রথমবার আপিএল খেলতে নামবে।