IPL 2022 Trophy (Photo credit: Twitter)

আমেদাবাদ, ২৮মে: রবিবার, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লক্ষ ২৫ হাজার দর্শকদের উপস্থিতিতে আয়োজিত হবে ২০২২ আইপিএলের মেগা ফাইনাল। মুখোমুখি গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। টিকিট বিক্রির সঙ্গে সঙ্গেই আইপিএলের মেগ ফাইনালের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। গোটা গুজরাট জুড়ে এই ম্যাচকে ঘিরে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। লিগ পর্যায়ে প্রথম দুটি স্থানে থাকা দলই খেলছে ফাইনালে। তার মানে চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ভাল খেলা দুটি দলই ফাইনালে খেলছে।

ইডেনে কোয়ালিফায়ার ওয়ানে দুরন্ত খেলে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল গুজরাট টাইটান্স। ১৯১ রান তাড়া করতে নেমে ডেভিড মিলার-হার্দিক পান্ডিয়া ১১০ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ করে দলকে জিতিয়েছিলেন। সেই ম্যাচে রাজস্থানের তারকা ব্রিটিশ ওপেনার ৫৬ বল ৮৯ রানের দারুণ ইনিংস খেলেছিলেন। তবু বাটলারকে সেদিন হারতে হয়েছিল। আরও পড়ুন: ফরাসি ওপেনে আলকারাজ ঝড়! ১৬ বছর পর ১৯-এর তরুণ শেষ ষোলোয়

এরপর গতকাল, শুক্রবার কোয়লিফায়ার টু-তে আরসিবি-র বিরুদ্ধে রান তাড়া করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করে দলকে জেতান বাটলার। রবিবার মোদী স্টেডিয়ামে বাটলারই হতে চলেছেন সবচেয়ে বড় তারকা। ২০০৮ সালের পর এই প্রথম আইপিএল জয়ের হাতছানি রাজস্থানের সামনে। আর প্রথমবার আইপিএলে এসেই কাপ জিতে অনন্য রেকর্ড গড়ার সুযোগ গুজরাটের কাছে।

ফাইনালে দু দলের সম্ভাব্য একাদশ

গুজরাট টাইটান্স- ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া(অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই কিশোর, যশ দয়াল, আলজারি যোশেফ, মহম্মদ সামি।

রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, জোস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), দেবদূত পাদিক্কাল, শেমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ওবেড ম্যাকয়, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা।

কারা এগিয়ে- চলতি আইপিএলে দু বার মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। দু বারই জিতেছে গুজরাট। লিগ পর্যায়ে নবি মুম্বইয়ে রাজস্থানে ৩৭ রানে হারিয়েছিলেন হার্দিকরা, তারপর কলকাতায় কোয়ালিফায়ার ওয়ানে মিলারের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে রাজস্থানের করা ১৯১ রান ম্যাচের ৩ বল বাকি থাকতে, তাড়া করে জেতে গুজরাট। সেই হিসেবে দেখলে ফাইনালেও এগিয়ে গুজরাট। তবে খাতায় কলমে ধরলে রাজস্থানকে এগিয়ে রাখতে হচ্ছে। ফিনিশিংয়ে অবশ্য গুজরাট এগিয়ে।

মুখরোচক দ্বৈরথ- জোস বাটলার বনাম মহম্মদ সামি, সঞ্জু স্যামসন বনাম রশিদ খান, হার্দিক পান্ডিয়া বনাম রবীচন্দ্রন অশ্বিন, ডেভিড মিলার বনাম যুজবেন্দ্র চাহাল। হেটমায়ার বনাম তেওয়াতিয়া।

পিচ কেমন- ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। হাই স্কোরিং ম্যাচ দেখা যাবে। টসে জিতে রান তাড়া করার দিকে ঝুঁকতে পারেন অধিনায়করা।

কটা থেকে শুরু ম্যাচ- রাত আটটা থেকে। তার আগে সন্ধ্যা সাতটা থেকে হবে বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান।

টিভিতে কোথায় দেখা যাবে খেলা- স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা। স্টার স্পোর্টস ওয়ান, থ্রি এসডি ও এইচডি। স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১-এ দেখা যাবে খেলা।

অনলাইনে কীভাবে দেখবেন খেলা- ডিজনি+হটস্টার-অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।