KKR vs RCB Preview: আইপিএল ২০২১-এ মুখোমুখি কেকেআর-আরসিবি, জানুন কেমন হতে পারে দু   দলের প্রথম একাদশ, কখন শুরু ম্যাচ
KKR Practice. (Photo Credits: IANS)

আবুধাবি, ১৯ সেপ্টেম্বর: আইপিএল ২০২১ (IPL 2021)-র দ্বিতীয় পর্বে আগামিকাল, সোমবার আবুধাবিতে (Abu Dhabi) তাদের প্রথম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কেকেআর-এর প্রতিপক্ষ রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB)। বিরাট কোহলি দলের বিরুদ্ধে নামার আগে কেকেআর-এর একটাই লক্ষ্য, যে কোনওভাবে জেতা। টুর্নামেন্টের প্রথম সাতটা ম্যাচে মাত্র দুটো জিতে লিগ তালিকায় সাত নম্বরে আছে কেকেআর।

অন্যদিকে, সাতটা খেলে পাঁচটাতে জিতে আরসিবি টুর্নামেন্টে খুব ভাল জায়গায় আছে। অবশ্য সেটা বেশ কয়েক মাস আগে, ভারতের মাটিতে। এখন পিচ, পরিস্থিতি সব আলাদা। কার্যত শূন্য থেকেই শুরু করতে হবে সবাইকে। আরও পড়ুন: Chris Gayle: আইপিএলের মাঝে কাল পাকিস্তানে যাচ্ছেন ক্রিস গেইল! কিন্তু কেন

দেখে নেওয়া যাক সোমবার কেকেআর-আরসিবি ম্যাচের আগে দেখে নেওয়া যাক বিভিন্ন বিষয়-

মুখোমুখি সাক্ষাত

আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মোট ২৭বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে কেকেআর ১৪টি ম্যাচে জিতেছে, আর আরসিবি জিতেছে ১৩টি-তে। পরিসংখ্যানেও পরিষ্কার দুটি দলের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়।

নজর কাদের দিকে

আরসিবি মানেই বিরাট কোহলি আর এবি ডেভিলিয়ার্স। সঙ্গে তো গ্লেন ম্যাক্সওয়েল আছেনই। তবে এবার দেবদত্ত পাদদ্দিকাল, মহম্মদ সিরাজের দিকেও বিশেষ নজর থাকবে। আর কেকেআর-এর তারকা আন্দ্রে রাসেল, শুভমন গিল ম্যাচের রঙ বদলে দিতে পারেন।

কবে কখন থেকে শুরু হবে এই ম্যাচ

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ ২০ সেপ্টেম্বর, সোমবার ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু হবে খেলা। টস হবে সন্ধ্যা ৭টায়।

কেকেআর বনাম আরসিবি ম্যাচ কোন টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১ সহ স্টারের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা। বাংলা ধারাভাষ্যে সরাসরি খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে।

অনলাইনে কীভাবে দেখা যাবে এই খেলা

ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে এই ম্যাচ।

দু দলের সম্ভাব্য প্রথম একাদশ

কলকাতা নাইট রাইডার্স-শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, প্রসিধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী, কমলেশ নাগারকোটি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাদিক্কাল, এবি ডেভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার, পবন দেশপাণ্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, কেইল জেমিসন, যুজবেন্দ্র চাহা, মহম্মদ সিরাজ।