ইন্দোরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে দুই ভারতীয় ওপেনারের সেঞ্চুরি। হোলকারে ব্য়াটিং সহায়ক পিচে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শুবমান গিল দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন। ওয়ানডে-তে ১ হাজার ১০১ দিন পর সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ১৯ জানুয়ারি, ২০২০ সালে শেষবার ওয়ানডে-তে তিন অঙ্কের রান করেছিলেন রোহিত।
ওপেনিং পার্টনারশিপে রোহিত-শুবমান ১৬৭ বলে করলেন ২১২ রান। রোহিত ৪৫ বলে ১০১ রান করে মিচেল ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। রোহিতের ইনিংস সাজানো ছিল ৬টা ওভার বাউন্ডারি, ৮৯টা বাউন্ডারি দিয়ে। তিনে বিরাট কোহলি যখন নামলেন তখন ভারতের স্কোর ২৬.১ ওভারে ১ উইকেটে ২১২। ক্রিজে নেমেই ছক্কা হাঁকান বিরাট। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ৪০০ প্লাস রান করা উচিত টিম ইন্ডিয়ার। আরও পড়ুন-আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে নেই যে মহাতারকা
দেখুন টুইট
???????! ?
Talk about leading from the front! ??
A magnificent century from #TeamIndia captain @ImRo45 ?
Follow the match ▶️ https://t.co/ojTz5RqWZf…#INDvNZ | @mastercardindia pic.twitter.com/iR3IJH3TdB
— BCCI (@BCCI) January 24, 2023
রোহিতের ওয়ানডে-তে এটি ৩০তম সেঞ্চুরি আর গিলের চতুর্থ। চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গিল হায়দরাবাদে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর রায়পুরে অল্প রান তাড়া করতে নেমে ৪০ রানে অপরাজিত ছিলেন। আর এদিন ইন্দোরে করলেন সেঞ্চুরি। আগেই সিরিজ হেরে যাওয়া কিউই বোলিং একেবারে ক্লাবস্তরের দেখাচ্ছে।
দেখুন পরিসংখ্যানে গিলের ফর্ম
Shubman Gill in ODI since 2022:
64(53), 43(49), 98*(98), 82*(72), 33(34), 130(97), 3(7), 28(26), 49(57), 50(65), 45*(42), 13(22), 70(60), 21(12), 116(97), 208(149), 40*(53) & 112(78) pic.twitter.com/j3QXZfx3iM
— Johns. (@CricCrazyJohns) January 24, 2023
ইন্দোরে ভারতীয় একাদশ- রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, ইশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুর, উমরন মালিক।