ভারতের দীপক পুনিয়া (Deepak Punia) ও সুজিত কালকলকে (Sujeet Kalkal) এশিয়ান অলিম্পিক রেসলিং কোয়ালিফায়ারে অংশ নিতে দেওয়া হয়নি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতীয় কুস্তিগিররা যখন কিরঘিজস্তানের বিশকেকে পৌঁছেছেন, যেখানে ট্রায়াল চলছে, বাউটের আগে শরীরের ওজন রেকর্ড করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল এবং আয়োজকরা পুনিয়া এবং কালকালকে অনুমতি দিতে অস্বীকার করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় কোচদের দেরিতে ওজন করার অনুরোধও আয়োজকরা প্রত্যাখ্যান করেন। মঙ্গলবার থেকে দুবাই বিমানবন্দরে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দেওয়ায় ভারতীয় দুজন কুস্তিগির সেখানে আটকা পড়েন। সুজিতের বাবা দয়ানন্দ কালাকাল বৃহস্পতিবার বলেন, 'তারা ১৬ এপ্রিল থেকে দুবাই বিমানবন্দরে আটকে ছিল এবং মনে হচ্ছে প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনের সম্ভাবনা তাদের হাত থেকে চলে যাচ্ছে কারণ তারা আগামীকাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে। তারা বিশকেকের কোনো ফ্লাইট পাচ্ছেন না। আমি ওদের নিয়ে চিন্তিত।' Sakshi Malik Listed in Time Magazine: টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ভারতীয় কুস্তিগির সাক্ষী মালিক
Deepak Punia and Sujeet Kalkal were not allowed to compete in the Asian Olympic wrestling qualifiers due to flight delay.#WrestleBishkek pic.twitter.com/xdEYhYsUn6
— Doordarshan Sports (@ddsportschannel) April 19, 2024
জানা গিয়েছে, তারা রাশিয়ার দাগেস্তানে প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং ১৬ এপ্রিল মাকাচকালা থেকে দুবাই হয়ে বিশকেকের উদ্দেশ্যে রওনা হন। তবে অপ্রত্যাশিত বৃষ্টির কারণে তারা তাদের কোচ কমল মালিকভ এবং ফিজিও শুভম গুপ্তার সাথে দুবাই বিমানবন্দরে আটকা পড়েন তাঁরা। বৃহস্পতিবার রাতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) জানায় যে দুবাইয়ের ভারতীয় কনস্যুলেট জেনারেল দুবাই থেকে বিশকেক যাওয়ার বিমানে ভারতীয় কুস্তিগীরদের সাথে যোগাযোগ রাখছে। কিন্তু শত চেষ্টা করেও সময়মতো প্রতিযোগিতায় পৌঁছতে পারেননি এই জুটি। এবার আগামী মাসে বিশ্ব বাছাইপর্বে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের চূড়ান্ত সুযোগ পাবেন পুনিয়া ও কালকাল।