INDW vs JAPW: ছেলেদের পর এবার মেয়েরা। এশিয়া কাপ হকির (Women's Asia Cup Hockey 2025) ফাইনালে উঠল চক দে বাহিনী(Chak De Brigade)। সুপার ফোরের শেষ ম্যাচে জাপানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে মহিলাদের এশিয়া কাপ হকির ফাইনালে উঠল হরেন্দ্র সিংয়ের কোচিংয়ে খেলা ভারত। খেলার একেবারে শেষের দিকে দিকে গোল হজম করায় গতবারের চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে জয় পেলেন না সালিমা তেতেরা। তবে সুপার ফোর পর্বে দ্বিতীয় হয়ে আট বছর পর এশিয়া কাপ হকির ফাইনালে খেলবে ভারতের মেয়েরা। আট বছর পর এশিয়া কাপ জিততে হলে ভারতীয় মহিলা দলকে হারাতে হবে শক্তিশালী চিনকে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে হলে আগামী বছর মহিলাদের বিশ্বকাপ হকিতে খেলার সরাসরি যোগ্যতাঅর্জন করবে ভারতের মেয়েরা। সুপার ফোর পর্বের প্রথম ম্য়াচে দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে হারানোর সুবাদে ফাইনালে উঠল ভারতের মেয়েরা। অন্যদিকে, চিনের কাছে ০-২ হার ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্রয়ের পর ফাইনালে উঠতে হলে জাপানকে এদিন ভারতের বিরুদ্ধে জিততেই হত। ভারতের মেয়েদের সেখানে ড্র করলেই চলত।
গতবার এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় মহিলা হকি দল
গত বছর প্যারিস অলিম্পিকে যোগ্যতাঅর্জন করতে না পারায় আক্ষেপটা এবার মিটিয়ে নেওয়ার সুযোগ ভারতীয় মহিলা হকি দলের সামনে। যদিও রবিবার ফাইনালে কাজটা বেশ কটিন সালিমা, মুমতাজদের সামনে। কারণ চলতি হকি বিশ্বকাপে দুরন্ত খেলে ফাইনালে ওঠা চিনের মেয়েদের অপ্রতিরোধ্য দেখাচ্ছে। সুপার ফোর পর্বের ম্যাচে ভারতকে ৪-১ গোলে হারায় চিন। তবে ফাইনাল সব সময়ই আলাদা খেলা। আট বছর আগে চিনকে টাইব্রেকারে হারিয়েই মহিলাদের হকি এশিয়া কাপ দ্বিতীয়বার খেতাব জিতেছিল ভারত। গ্রুপের ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিলেন ভারতের মহিলারা। তবে তাইল্যান্ডকে ১১-০ ও সিঙ্গাপুরকে ১২-০ হারিয়ে গোলপার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় মহিলা দল সুপার ফোরে উঠেছিল।
এশিয়া কাপ হকির ফাইনালে ভারতীয় মহিলা হকি দল
#News | Japan holds India to a draw at 2025 Women's Hockey Asia Cup👀
A late goal against the run of play from Shiho Kobayakawa negated Beauty Dung Dung's goal from the first quarter☹️
India now has an anxious wait to see, if they qualify for the final 🫣#Hockey… pic.twitter.com/2fplfGv8Pu
— The Bridge (@the_bridge_in) September 13, 2025
World Women's Hockey Ranking: চিন ৪, ভারত ১০
এশিয়ান হকিতে চিন সবচেয়ে বড় শক্তি। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে চিন এখন চার নম্বরে আছে। সেখানে ভারতের স্থান ১০। গ্রুপ লিগে ৩টে ম্য়াচের তিনটিতেই অনায়াসে জিতে, ৩১ গোল করে সুপার ফোরে উঠেছিল চিন। এরপর সুপার ফোরের প্রথম দুটি ম্যাচে জাপানকে ২-০ ও ভারতকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে চিন।