Tokyo Olympic 2020: দুর্দান্ত খেলেও হাতছাড়া ব্রোঞ্জ, ইংল্যান্ডের কাছে হার ভারতীয় মহিলা হকি দলের
ভারতীয় মহিলা ক্রিকেট দল (Photo Credits: Twitter)

৪১ বছর পরে ভারতীয় মহিলা হকি দলের (Indian Women's Hockey team) কপালে শিকে ছিঁড়েও ছিড়ল না৷ টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympic 2020) চতুর্থ কোয়ার্টারে পিছিয়ে গেলেন রানি রামপালরা। ছেলেদের হকি দল ব্রোঞ্জ জিতলেও দুর্দান্ত লড়ে  গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৩-৪ গোলে হারতে হল রানিদের৷ হাতছাড়া হল ব্রোঞ্জ৷ চলতি টোকিও অলিম্পিকে হকিতে নজর কাড়া জায়গা করতে চেয়েছিল ভারত৷ তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-৩ গোলে হেরে যাওয়ায় সেই স্বপ্ন অধরাই রয়ে গেল৷  ব্রোঞ্জ জয়ের আশা ভঙ্গ হয়েছে ভারতের মহিলা হকি দলের৷ গত বারের সোনাজয়ী গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে এক সময় ০-২ গোলে পিছিয়ে গিয়েছিল ভারত। তবে কখনও লড়াই ছাড়েনি ভারত।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে দুই গোল হজম করলেও তিন গোল করে ফিরে আসে রানি রামপালের দল৷ গ্রেট ব্রিটেন একাধিক পেনাল্টি কর্নার পেলেও গোল করতে দেননি সবিতারা। তাই ব্রোঞ্জ হাতছাড়া হলেও অনুরাগীদের মন জয় করে নিয়েছে ভারতের মহিলা হকি দল৷ ইতিমধ্যে ভারতের মহিলা হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেছেন, “এই দলের জন্য গর্ব হচ্ছে৷ আমরা সর্বদা মহিলা হকি দলের দুর্দান্ত খেলা মনে করব৷ খুব অল্পের জন্য৷ পদক হাতছাড়া হলেও মহিলা হকি দলের মধ্যে নতুন ভারতের প্রতিচ্ছবি দেখা গেছে৷ টোকিও অলিম্পিকে তাদের সাফল্য দেশের বহু মেয়েকে হকি খেলায় কেরিয়ার গড়তে মোটিভেট করবে৷”

উল্লেখ্য, গতকাল দেশের পুরুষ হকি দলের ব্রোঞ্জ পদক জয়ের পর আজকের ম্যাচ নিয়ে দেশবাসীর প্রত্যাশার পারদ অনেকটাই বেড়ে যায়। আজ শুরু থেকেই কঠিন লড়াই শুরু করে দেশের মেয়েরা। ২২ মিনিটে সবুজ কার্ড দেখলেন ভারতের মিড ফিল্ডার নিশা। ২৫ মিনিটে ভারতের হয়ে প্রথম গোলটা করলেন গুরজিৎ কৌর। ভারতের প্রধান ড্র্যাগ ফ্লিকার চলতি অলিম্পিকে টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন। ভারত একের পর এক পেনাল্টি কর্নার অর্জন করছিল। তারমধ্যে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে তিনি গোল করেন।