Women's Asia Cup Hockey 2025: মহিলাদের এশিয়া কাপ হকিতে দারুণ শুরু ভারতের (Indian Women's Hockey Team)। চিনের হাংঝৌতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাইল্যান্ডকে ১১-০ গোলে হারালেন সালিমা তেতে-রা। প্রথমার্ধের শেষে ভারতীয় মহিলা দল পাঁচ গোলে এগিয়ে ছিল। এরপর দ্বিতীয়ার্ধে সালিমারা আরও আধ ডজন গোল করেন তাইল্যান্ডের বিরুদ্ধে। এদিন ভারতের হয়ে গোলগুলি করলেন মুমতাজ খাতুন, সঙ্গীতা কুমারী, লারেমসিয়ামি, নবনীত কৌর, উদিতা ( ২টি), সুমন দেবী, ঋতুজা পিসাল ও শর্মিলা দেবী। কাল, শনিবার লিগের দ্বিতীয় ম্যাচে ভারতীয় মহিলা দলের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন জাপান। মোট আটটি দেশ এবার মহিলাদের এশিয়া কাপ হকিতে অংশ নিয়েছে। জাপান এদিন গ্রুপের অন্য ম্যাচে সিঙ্গাপুরকে ৯-০ গোলে হারাল।
কোন গ্রুপে কারা
দুটি পুলে ভাগ করে শুরু হয়েছে মহিলাদের এশিয়া কাপ হকির খেলা। ভারত আছে পুল বি-তে জাপান, তাইল্যান্ড ও সিঙ্গাপুরের সঙ্গে। ভারতীয় মহিলা দলের পরবর্তী ম্যাচ কাল, শনিবার গতবারের চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে। পুল এ-তে আছে আয়োজক দেশ চিন, গতবারের ফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া, তাইনিজ তাইপে ও মালয়েশিয়া। দুটি পুল বা গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে উঠবে। বিশ্ব হকি সংস্থার ব়্য়াঙ্কিংয়ের বিচারে গ্রুপ বি-তে ভারতীয় মহিলা দল সবার আগে আছে। বিশ্ব হকি ব়্য়াঙ্কিংয়ে ভারতীয় মহিলা দল ১০, জাপান ১২, তাইল্যান্ড ৩০ ও সিঙ্গাপুর ৩১ তম স্থানে আছে।
দারুণ জয় দিয়ে শুরু মহিলা এশিয়া কাপ হকির অভিযান
Full-Time – Women’s Asia Cup 2025
🇮🇳 India 11 – 0 Thailand 🇹🇭
A commanding performance from India to kick off their campaign in Hangzhou with a massive win! 🔥🇮🇳
📺 Relive the action on https://t.co/5kBwIX6ejS 🎥#WomensAsiaCup #Hangzhou2025 #Hockey #INDvTHA pic.twitter.com/VfKpaM5zdq
— Asian Hockey Federation (@asia_hockey) September 5, 2025
এশিয়া কাপে গতবার ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় মহিলা হকি দল
গত মহিলাদের এশিয়া কাপে (2022 Women's Asia Cup Hockey) ভারত ব্রোঞ্জ জিতেছিল। এবার ১১তম মহিলাদের এশিয়া কাপ হকির আয়োজন করছে চিন। ভারতীয় মহিলা দল ২০১৭ ও ২০০৪ এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল।
বিশ্ব মহিলা হকিতে ভারত কোথায় দাঁড়িয়ে
প্রসঙ্গত, বিশ্ব হকি সংস্থার ব়্য়াঙ্কিংয়ে এশিয়া থেকে প্রথম দশে রয়েছে শুধু চিন (৪), আর ভারত (১০)। তবে জাপান (১২)-ও খুব বেশী পিছিয়ে নেই। বিশ্ব মহিলা হকিতে এখন প্রথম তিনটি দেশ হল-১) নেদারল্যান্ডস, ২) আর্জেন্টিনা ও ৩) বেলজিয়াম। ২০২০ টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দল সেমিফাইনালে উঠে নজির গড়লে, গত প্যারিস অলিম্পিকের মূলপর্বে উঠতে ব্যর্থ হয়েছিল।