Suryakumar Yadav Milestone Photo Credit: Twitter@mufaddal_vohra

Team India Squad Asia Cup 2025: সব জল্পনার অবসান হতে চলেছে। আগামিকাল, মঙ্গলবার দুপুর দেড়টায় এশিয়া কাপ টি-২০-র দল ঘোষণা করতে চলেছেন টিম ইন্ডিয়ার নির্বাচকরা। সাংবাদিক সম্মেলন করে দল ঘোষণা করবেন জাতীয় নির্বাচক অজিত আগরকর ও অধিনায়ক সূর্যকুমার যাদব। জোর জল্পনা, কেকেআর তারকা রিঙ্কু সিং-কে স্কোয়াডে রাখা হবে না। পরিবর্তে পঞ্জাব কিংসকে আইপিএল ফাইনালে তোলা অধিনায়ক শ্রেয়স আইয়ার স্কোয়াডে থাকবেন। জশপ্রীত বুমরা শেষ পর্যন্ত ফিটনেস সমস্যায় না থাকলে দলে নেওয়া হবে কেকেআর-এর তারকা পেসার হর্ষিত রানা-কে। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের স্কোয়াডে থাকা নিয়ে সংশয় নেই।

এক অংশের জল্পনা তিলক ভর্মাকে বাদ দিয়ে শুভমন গিলকে সুযোগ দেওয়া হবে। যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দরের নাম নিয়েও জল্পনা চলছে। ১৫ জনের স্কোয়াডে অন্তত তিনটি পজিশনের জন্য তিন-চার জনের মধ্যে লড়াই থাকায় এই দল নির্বাচন জমে গিয়েছে। দ্বিতীয় উইকেটকিপার হিসাবে জিতেশ শর্মা-র নাম নিয়েও জল্পনা চলছে।

আগামী ১০ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্য়াচ দিয়ে এবারের এশিয়া কাপ টি-২০-তে অভিযান শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। চারদলীয় গ্রুপে সূর্যকুমার যাদবরা দ্বিতীয় ম্যাচে খেলবেন পাকিস্তানের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বর, দুবাইয়ে। লিগের পর্বে টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ ওমানের বিরুদ্ধে, ১৮ সেপ্টেম্বর। এরপর ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান। সুপার ফোরে টিম ইন্ডিয়ার বাকি দুই প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ, শ্রীলঙ্কা বা আফগানিস্তান। ফাইনাল ২৮ সেপ্টেম্বর।

এশিয়া কাপে টিম ইন্ডিয়ার সম্ভাব্য ১৫ জনের স্কোয়াড-

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শুভমন গিল, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শ্রেয়স আইয়ার/রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব/ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শন/যশস্বী জয়সওয়াল/হর্ষিত রানা, শিবম দুবে/জিতেশ শর্মা/রিয়ান পরাগ।