টোকিও, ৩১ অগাস্ট: টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020)  ফের পদক জিতল ভারত। মঙ্গলবার প্যারা গেমসের সপ্তম দিনে শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলের SH1 বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের সিংরাজ আধহানা (Singhraj Adhana)। কোয়ালিফিকেশন রাউন্ডে ৬ নম্বরে থেকে ফাইনালে উঠেছিলেন তিনি। চলতি প্যারা গেমসে সব মিলিয়ে ভারতের পদক দাঁড়াল ৮টি। ২টি সোনা, ৪টি রুপো, ২টি ব্রোঞ্জ। আরও পড়ুন: প্যারালিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার অবনী লেখারাকে ১ কোটির পুরস্কার, ঘোষণা করলেন অশোক গেহলট

এত পদক কোনও একটা প্যারালিম্পিক্স এর আগে জেতেনি ভারত। ক মাস আগে প্যারা শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতেছিলেন সিংরাজ। আজও সোনার দিকেই এগোচ্ছিলেন। তবে শেষের দিকে কটা শটের কারণে ব্রোঞ্জ জিতেই খুশি থাকল হল তাঁকে।

গতকাল টোকিও প্যারিলিম্পিক্সে (Tokyo Paralaympics 2020) একদিনে আসে দুটি সোনার পদক। সকালে ১০ মিটার প্যারা শ্যুটিংয়ে অবনী লেখারা-র পর, বিকেলে এবার জ্যাভলিন থ্রোয়ের F64 বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন সুমিত অ্যান্তিল (Sumit Antil )। ৭ অগাস্ট টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। আর সেই টোকিওতে প্যারালিম্পিক্সের সেই জ্যাভলিন থ্রোয়েই নীরজের ২৩ দিন পর সোনা জেতেন সুমিত।