সোনা, রূপো জয়ের স্বপ্নভঙ্গ হলেও পদক মিস করল না ভারত। বৃহস্পতিবার প্যারিস অলিম্পিকে স্পেনের বিরুদ্ধে কার্যত জ্বলে উঠল হরমনপ্রীতরা (Harmanpreet Singh)। ২-১ গোলে স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করল টিম ইন্ডিয়া। এর আগেও টোকিও অলিপিক্সে ব্রোঞ্জ জয় করেছিল ভারতীয় হকি টিম (Indian Hockey Team)। এই নিয়ে প্যারিস অলিম্পিকে চতুর্থ পদক জয় ভারতের। এদিনের ম্যাচের শুরুতে অর্থাৎ প্রথম কোয়াটারে দুই দল চেষ্টা করলেও একটিও গোল হয়নি। পরের কোয়াটারে ১৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার জিতে নেয় স্পেন। আর তাতেই দলকে এক গোলে এগিয়ে নিয়ে যায় মার্ক মিরালেস।
তবে দ্বিতীয় কোয়াটারের শেষ হওয়ার ২১ সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে গোল পরিশোধ করে নেন হরমনপ্রীত। যার ফল সমতা ফেরে স্কোরলাইনে। এরপর তৃতীয় কোয়াটারের শুরুতেই ৩৩ মিনিটের মাথায় ফের গোল করে ২-১ স্কোরে ভারতে এগিয়ে নিয়ে যান অধিনায়ক হরমনপ্রীত। আর তারপরেই ডিফেন্সে অপ্রতিরোধ্য দেওয়াল গড়ে ফেলেন জারমনপ্রীত, অভিষেক, গোলকিপার শ্রীজেশরা। যার ফলে বাকি দুই কোয়াটারে একটিও গোল করতে পারেনি স্পেন। শেষমেশ ২-১ স্কোরলাইনে ব্রোঞ্জ পদক পাকা করে নিল হরমনপ্রীতদের দল।
এদিকে ব্রোঞ্জ নিশ্চিত করার পরেই খুশি ভারতীয়রা। শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অন্যদিকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ইতিমধ্যেই পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কার নিশ্চিত করেছেন।