Team India in Manchester United. (Photo Credits: X)

Team India Manchester United: ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী বুধবার থেকে শুরু হতে চলা সিরিজের চতুর্থ টেস্ট খেলতে ভারতীয় ক্রিকেট দল এখন ম্যানচেস্টারে। আর ম্য়ানচেস্টার নামটা এলেই ক্রীড়াপ্রেমীরা একটা নাম নিয়ে ইউনাইটেড থাকেন। তা হল-ম্যানচেস্টার ইউনাইটেড। আর টিম ইন্ডিয়ার কোচ-ক্রিকেটাররা হাজির হলেন লাল ম্যানচেস্টারের গর্ভগৃহে। ম্যানচেস্টার ইউনাইটেড হাজির হলেন কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিলরা। সেখানে গিয়ে ট্রেনিং গ্রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরে খেললেন, পরে মাঠে দাঁড়িয়ে ফুটবলারদের সঙ্গে ছবি তুললেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

গিলরা খেললেন ফুটবল, ব্রুনো ফার্নান্ডেজ ক্রিকেট

টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা একসঙ্গে আড্ডা মারলেন। পরে মাঠের মাঝখানে দাঁড়িয়ে ছবিও তুললেন। দুই দলের দুই কোচ- গৌতম গম্ভীর ও রুবেন আমোরিম পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন। শুভমন গিলরা লাল জার্সির ব্রুনো ফার্নান্ডেজ, রাশফোর্ডদের সঙ্গে ফুটবল খেলেন। পাল্টা লাল ম্যানচেস্টারের ফুটবালররা জশপ্রীত বুমরাদের বলে ব্যাট করেন।

দেখুন ম্যানচেস্টারে ইউনাইটেড গিল-রাশফোর্ডরা

গম্ভীর-পন্থরা পরলেন ম্যানচেস্টারের লাল জার্সি

দুই দলের খেলোয়াড়রা একে অপরের জার্সি অদলবদল করলেন পন্থকে দেখা গেল ম্যানচেস্টারের লাল জার্সিতে। আবার হ্যারি মিগুয়ের পরলেন টিম ইন্ডিয়ার জার্সি। দুটি আলাদা খেলা, দুটি আলাদা দল আজ ম্যানচেস্টারে ইউনাইটেড হল। যেন ম্যানচেস্টারে সম্প্রতি ইংল্যান্ডের রাজা চালর্সের সঙ্গে দেখা করেন গিল-গম্ভীর-রা।