Tokyo Olympics 2020: মহিলাদের বক্সিংয়ে পদক থেকে আর মাত্র এক ম্যাচ দূরে ভারতের লভলিনা বোরগোহান
অলিম্পিক ২০২০ (Photo Credits: Wikimedia Commons)

টোকিও, ২৭ জুলাই: অলিম্পিকে পদক জয়ের আরও একটা জোরালো সম্ভাবনা তৈরি হল। ভারত্তোলনে মীরাবাঈ চানুর হাত ধরে টোকিও গমসে প্রথম পদক আসার পর, এবার মহিলাদের বক্সিংয়ে পদকের আরও কাছে চলে গেল ভারত। মহিলাদের বক্সিংয়ে ওয়েল্টারওয়েট বিভাগে (৬৪-৬৯ কেজি)জার্মানির নাদিনা আপেজকে ৩-২ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন লভলিনা বোরগোহান (Lovlina Borgohain)। বক্সিংয়ে সেমিফাইনালে উঠলেই পদক নিশ্চিত হয়, কারণ এই খেলায় দুটো ব্রোঞ্জ পদক বরাদ্দ। 2012 লন্ডন অলিম্পিকে মহিলাদের বক্সিংয়ে ভারতের প্রথম পদক জিতেছিলেন মেরী কম।

লোভলিনা বরগোহান বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে জিতলেই পদক নিশ্চিত। ফ্লাইওয়েট বিভাগে (৪৮-৫১ কেজি) মেরী কমও তাঁর প্রথম রাউন্ডের ম্যাচে জিতেছেন। আজ কলম্বিয়ার ইনগিত ভ্যালেন্সিয়াকে হারালে মেরী কমও কোয়র্টার ফাইনালে উঠলেন।

পুরুষদের হকিতেও আজ সুখবর। অস্ট্রেলিয়ার কাছে সাত গোলে হারের ধাক্কা কাটিয়ে স্পেনকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে গেল ভারতীয় দল। টেবিল টেনিসে বিশ্বসেরা খেলোয়াড় চিনের মা লংয়ের কাছে দারুণ লড়ে করে হারলেন। ব্যাডমিন্টনে পুরুষদের ডবলসে ভারতের চ্যালেঞ্জ শেষ হল।