IND W vs PAK W, World Cup 2025: পুরুষদের এশিয়া কাপে টানা তিনটি রবিবারের পর এবার মহিলাদের বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান। আজ, রবিবার দুপুরে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে রাউন্ড রবীন লিগে তাদের দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামল ভারতীয় দল। ভারতীয় সময় দুপুর ৩টে থেকে শুরু হয়েছে খেলা। কলম্বোয় মহারণে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন পাকিস্তানের অধিনায়িকা ফতিমা সানা। ভারতীয় দলে একটা পরিবর্তন। আমনজোত কৌরের পরিবর্তে প্রথম একাদশে এলেন তারকা পেসার রেণুকা সিং। উদ্বোধনী ম্য়াচে আমনজোতের দুরন্ত ব্য়াটিংয়ে ভর করে ভারত জিতলেও রেণুকার মত তারকা পেসারকে দলে নিতে তাঁকে বাদ দিতে হল।
মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ভারতকে কখনই হারাতে পারেনি পাকিস্তান
এদিন পাকিস্তানের প্রথম একাদেশেও একটা বদল-ওমাইমা সোহেলের পরিবর্তে খেলছেন সাদাস শামাস। দুই দলের অধিনায়িকা-হরমনপ্রীত ও ফতিমা একে অপরের সঙ্গে হাত মেলালেন না। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে পাকিস্তান ভারতে খেলছে না। তাই বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ম্য়াচটি খেলা হচ্ছে নিরপেক্ষ ভেনু শ্রীলঙ্কার কলম্বোয়। মহিলাদের ক্রিকেটে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ভারত। এখনও পর্যন্ত মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ১১টি ম্যাচ খেলেছে। সেই ১১বারই জিতেছে ভারত। মহিলাদের বিশ্বকাপে দুই দেশ যে চারবার খেলেছে, সেই চারবারই অনায়াসে জয় পেয়েছে ভারতীয় মহিলা। এতটাই ফারাক দুই দেশের। হরমনপ্রীতরা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সারির শক্তিধর দেশ।
হাত মেলালেন না দুই দেশের অধিনায়িকারা
India vs Pakistan Match ICC Women's World Cup 2025 🏆🚨
❌ No Handshakes,
After the Toss, Pakistan won the toss and elected to Bowl first.
Indian Captain - Harmanpreet Kaur
Pakistan Captain - Fatima Sana #INDvsPAK #Cricket #SmritiMandhana pic.twitter.com/skx0BSGgrX
— Globally Pop (@GloballyPop) October 5, 2025
মহিলাদের ক্রিকেটে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে পাকিস্তান
সেখানে পাকিস্তান কোনওরকমে বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা পেয়েছে। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। অন্যদিকে, বাংলাদেশের কাছে হেরে গিয়েছে পাকিস্তান মহিলা ক্রিকেট দল। পাকিস্তানের চেয়ে ব্যাটিংয়ে অনেকটাই শক্তিশালী হরমনপ্রীত-স্মৃতি মন্ধনাদের নিয়ে সাজানো ভারতের লাইনআপ।
দুই দলের প্রথম একাদশ
ভারত- স্মৃতি মন্ধনা, প্রতিকা রাওয়াল, হরলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়িকা), জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), স্নেহ রানা, ক্রান্তি গৌড়, শ্রী চারণি, রেণুকা সিং।
পাকিস্তান- মুনিবা আলি, সাদাস শামাস, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পেরভেইজ, ফতিমা সানা, রামিন শামমি, দিয়ানা বেগ, সাদিরা নওয়াজ (উইকেটকিপার), নাশারা সান্ধু, সাদিয়া ইকবাল।
ভারত বনাম পাকিস্তানের মধ্য়ে মহিলা বিশ্বকাপের এই ম্য়াচটি টিভিতে কোথায় দেখা যাচ্ছে
মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের সব কটি ম্যাচ দেখানো হচ্ছে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল। ভারত-পাকিস্তান ম্য়াচটি আজ, রবিবার দুপুর ৩টে থেকে স্টার স্পোর্টস ১ ও ৩- ইংরেজি ও হিন্দি কমেন্ট্রিতে দেখানো হচ্ছে।
খেলাটি অনলাইনে কোথায় দেখা যাচ্ছে
ডিজনি+হটস্টারের অ্যাপ এবং ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাচ্ছে।