Tokyo Olympics 2020: ভারত বন্দনায় মহিলা হকিতে 'চক দে ইন্ডিয়া',  সাত গোলের থ্রিলার জিতে কার্যত শেষ আটে রানী রামপালরা

টোকিও, ৩১ জুলাই: আয়ারল্যান্ডের পর এবার দক্ষিণ আফ্রিকা। পরপর দুটো ম্যাচে দুরন্ত জয়ের ফলে টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দল শেষ আটে ওঠার পথে। গ্রুপের শেষ ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারাল ভারতীয় মহিলা দল। বন্দনা কাটারিয়া (Vandana Katariya)-র দুরন্ত হ্যাটট্রিকের সুবাদে দুটো ম্যাচে জিতে ৬ পয়েন্ট পেয়ে এখন গ্রুপের পয়েন্ট তালিকায় চার নম্বরে রানী রামপালরা। গ্রুপের শেষ খেলায় আয়ারল্যান্ড যদি শক্তিশালী গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে জিততে না পারে তাহলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে ভারতীয় মহিলা হকি দল। গ্রুপের প্রথম তিন ম্যাচে পরাস্ত হয়ে ১১টা গোল হজম করে একেবারে বিদায়ের নুখে দাঁড়িয়ে ছিল ভারতীয় মহিলা হকি দল। সেখান থেকে প্রথমে আয়ারল্যান্ডকে ১-০, আর শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটের চৌকাঠে দাঁড়িয়ে রানী রামপাল, বন্দনা কাটারিয়ারা। পুরুষদের হকির পর মহিলাদের হকিতেও টোকিও অলিম্পিকে নক আউট রাউন্ডের ওঠার মুখে ভারত।

গ্রুপের সব কটা ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়ে এখন চার নম্বরে ভারতীয় মহিলা দল।আয়ারল্যান্ড এখন গ্রুপে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে ( ৪ম্যাচে ৩ পয়েন্ট)। সেখানে গ্রেট ব্রিটেন তিন নম্বরে (৪ ম্যাচে ৬ পয়েন্ট)। বিদায় নিল দক্ষিণ আফ্রিকা মহিলা দল (৫ ম্যাচে ০ পয়েন্ট)। গ্রুপে শীর্ষে নেদারল্যান্ডস (৪ ম্যাচে ১২ পয়েন্ট) ও গোলপার্থক্যে দ্বিতীয় জার্মানি (৪ ম্যাচে ১২ পয়েন্ট)।

যে ভারতীয় দল গতকাল আইরিশদের হারিয়ে ৪১ বছর পর অলিম্পিকে মহিলা হকিতে ম্যাচ জিতেছিল।