India Women's Cricket Team: এই প্রথমবার মহিলাদের ক্রিকেটে বিশ্বকাপ (ICC Women's ODI World Cup 2025) জিতল ভারত। রবিবার নবি মুম্বইয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। ভারতের করা ২৯৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা অল আউট হল ২৪৬ রানে। টানা তিনটি ম্যাচে হেরে একটা সময় বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে দাঁড়িয়েছিল ভারতীয় মহিলা দল। সেখানে থেকে টানা তিনটি ম্যাচে অবিশ্বাস্য পারফরম্য়ান্স মেলে ধরে চ্যাম্পিয়ন হলেন হরমনপ্রীতরা। ১৯৭৩ সাল থেকে শুরু হওয়া মহিলাদের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে এই প্রথম খেতাব জিতল ভারত। দেশের মাটিতে হওয়া মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম সংস্করণে কাপ জিতল টিম ইন্ডিয়া। ফাইনালে ভারতকে অবিশ্বাস্য অলরাউন্ডার পারফরম্যান্স মেলে ধরে দেশকে বিশ্বকাপ জেতালেন শেফালি ভর্মা। হাফ সেঞ্চুরির পর ৩৯ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে জয়ে বড় ভূমিকা রাখলেন দীপ্তি শর্মা।
ফাইনালে ভারতের জয়ে নায়িকা শেফালি ভর্মা, দীপ্তি শর্মা
দুরন্ত সেঞ্চুরি করেও শেষ অবধি ট্র্য়াজিক কুইন হয়ে থাকলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়িকা লোরা উলভারর্ডাট (১০১)। ব্যাট হাতে ৭৮ বলে ৮৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর, হাত ঘুরিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন হরিয়ানার ২১ বছরের মেয়ে শেফালি। খারাপ ফর্মের কারণে হরিয়ানার শেফালিকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু গলিগের সেষ ম্য়াচে গোডা়লিতে চোট পেয়ে প্রতীকা রাওয়াল ছিটকে যাওয়ায় পরিবর্ত হিসাবে স্কোয়াডে ঢুকেই সেমিফাইনালে নেমেছিলেন শেফালি। সেই ব্রাত্য শেফালির প্রত্যাবর্তনেই এল বিশ্বকাপ। ফাইনালে দুরন্ত অলরাউন্ডার পারফরম্যান্স মেলে ধরলেন দীপ্তি। ব্যাট হাতে মোক্ষম সময়ে ৫৮ রান করার পর, বল করে ৩৯ রানে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘোরালেন দীপ্তি। ফাইনালে জয়-পরাজয়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন প্রোটিয়া অধিনায়িকা লরা উলভারর্ডট। ওপেন করতে নেমে ৯৮ বলে ১০১ রান করে দারুণ লড়লেন। লরাকে আউট করে দলের জয় নিশ্চিত করেন দীপ্তি।
মহিলাদের ক্রিকেটে এই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন ভারত
𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 𝐎𝐅 𝐓𝐇𝐄 𝐖𝐎𝐑𝐋𝐃 🇮🇳🏆
India clinch their maiden Women’s @cricketworldcup title at #CWC25 🤩 pic.twitter.com/S19w75A4Ch
— ICC (@ICC) November 2, 2025
খাদের কিনারায় দাঁড়িয়ে টানা তিনটি ম্যাচে জিতে এল বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড- রাউন্ড রবীন লিগে পরপর তিনটি ম্যাচে হেরে একটা সময় সেমিফাইনালে ওঠার ব্যাপারে পুরোপুরি অনিশ্চিত ছিলেন হরমনপ্রীতরা। সেখান থেকে লিগের শেষ ম্য়াচে নিউ জিল্যান্ডকে ৫৩ রানে, তারপর অবিশ্বাস্য সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে, তারপর এদিন ফাইনালে ৫২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কাপ জিতল ভারতীয় মহিলা দল। তিনটি জয়ই এল নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে।