বার্মিংহ্যাম, ৬ অগাস্ট: বার্মিংহ্যাম কমনওয়েলখ গেমসে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই প্রথম কমনওয়েলথ গেমসে বাইশ গজের খেলায় পদক জেতা নিশ্চিত করল ভারত। শনিবার প্রথম সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে ফাইনালে উঠল ভারতের মেয়েরা। ক মাস আগে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। আগামিকাল, রবিবার ফাইনালে ভারত খেলবে আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলা অস্ট্রেলিয়া-নি উজল্যান্ড ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে। ১৯৯৮ কুয়ালালামপুর কমনওয়েলথ গেমসে প্রথমবার ক্রিকেট খেলা হয়েছিল। ভারত সেবার পদক জিততে পারেনি। এরপর ২৪ বছর বাদে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট কমনওয়েলথ গেমস অন্তর্ভুক্ত হয়েছে। আর প্রথমবার মহিলাদের টি-২০ ক্রিকেট গেমসে অন্তর্ভুক্ত হতেই বাজিমাত করলেন হরমনপ্রীত-রা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারতীয় মহিলা দল করেছিল ৫ উইকেটে ১৬৪ রান। তারকা ওপেনার স্মৃতি মন্ধনা ৩২ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন জেমাইমা রডরগিজ। আরও পড়ুন-ব্যাডমিন্টনের সিঙ্গলসের সেমিফাইনালে সিন্ধু
দেখুন টুইট
What A Fabulous Performance by Our Women's Cricket Team 😊🇮🇳!!
Defeat England women's by 4 Runs In The Commonwealth Semifinal.
India W into The FINAL...!! pic.twitter.com/1cFILkJHYW
— Devesh Singh (@ilovemyindiadev) August 6, 2022
জবাবে ব্যাট করতে নমেমে ভালই এগোচ্ছিল গ্রুপ লিগের সব কটা ম্যাচে জিতে সেমিতে ওঠা ইংল্যান্ড। কিন্তু শেষের দিকে দলের তিন তারকা ব্যাটার রান আউট হয়ে গিয়ে হেরে বসে ইংল্যান্ড। শেষ অবধি ইংল্যান্ড করে ৬ উইকেটে ১৬০ রান।
চলতি কমনওয়েলথ গেমসের প্রথম ম্যাচে একটু জন্য অস্ট্রেলিয়ার কাছে হারলেও হরমনপ্রীত কৌরের দল কে অপ্রতিরোধ্য দেখাচ্ছে। ক মাস আগে নিউ জিল্যান্ডে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ লিগ থেকে বিদায় নেওয়ার মহালজ্জা পেতে হয়েছিল ভারতীয় মহিলা দলকে। কিন্তু কমনওয়েলথ গেমসের ফাইনালে উঠে কীর্তি গড়লেন হরমনপ্রীত-রা। এবার অপেক্ষা সোনা জয়ের।