IND W beat BAN W Reached Final of Asian Games Cricket (Photo Credit: Johns./ X)

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসে ইতিমধ্যেই পদক পাকা করে ফেলেছে  ভারতের মহিলা ক্রিকেট দল। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটের অন্তর্ভুক্তির প্রথমবারেই পদক জয় নিশ্চিত করে নয়া ইতিহাস রচনা করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আজ প্রতিযোগিতার ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হবে হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা, শেফালি বর্মারা। গতবছর কমনওয়েলথে রুপো জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়ান গেমসে সোনা জয় দেখার আশায় দেশবাসী।

ভারতীয় মহিলা দল: স্মৃতি মন্ধনা (অধিনায়ক), শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), কনিকা আহুজা, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, আমনজোত কৌর, পূজা বস্ত্রকার, মিন্নু মণি, রাজেশ্বরী গায়কোয়াড়, অঞ্জলি সরভানি, বারেডি অনুশা, তিতাস সাধু, উমা চেত্রী।

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের এশিয়ান গেমস ফাইনাল?

২৫ সেপ্টেম্বর হ্যাংঝুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে (Pingfeng Campus Cricket Field, Hangzhou) এশিয়ান গেমসের ফাইনালে মুখোমুখি হবে ভারত বনাম শ্রীলঙ্কা মহিলা দল।

কখন থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের এশিয়ান গেমস ফাইনাল?

ভারত বনাম শ্রীলঙ্কা মহিলা দলের ফাইনাল, এশিয়ান গেমসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১১ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের এশিয়ান গেমস ফাইনাল?

সরাসরি টিভিতে ভারত বনাম বাংলাদেশ মহিলা, প্রথম সেমিফাইনাল, এশিয়ান গেমস ভারতে দেখবেন সোনি স্পোর্টসে।

সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি লিভ (Sony Liv) অ্যাপে।