IND W White-Ball Team (Photo Credit: BCCI Women/ X)

ডাম্বুলা, ২৩ জুলাই:  মহিলাদের এশিয়া কাপ (Women's Asia Cup T20 2024) টি টোয়েন্টি টুর্নামেন্ট গ্রুপ এ-র লিগের শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে নামছে ভারত। গ্রুপের প্রথম দুটি ম্যাচে পাকিস্তান ও ইউএই-য়ের বিরুদ্ধে সহজ জয় পেয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরের দল আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। হ্যারিদের সামনে এবার সেমিফাইনালের আগে নিজেদের প্রস্তুত করার আরও একটা সুযোগ নেপাল ম্যাচ। অন্যদিকে, চলতি টুর্নামেন্টে প্রথবার মহিলাদের এশিয়া কাপের ইতিহাসে জয়ের স্বদ পেয়েছে নেপাল। গ্রুপের প্রথম ম্যাচে সংযুক্ত আরবআমিরশাহি-কে হারিয়ে ইতিহাস গড়ে নেপালের মেয়েরা। তবে এরপর পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে যায় নেপালের মেয়েরা।

পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে, ইউএই বা সংযুক্ত আরব আমিরশাহি-কে ৬৯ রানে হারিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালে উঠেছেন হরমনপ্রীত,স্মৃতি মন্ধনারা। নেপালের বিরুদ্ধে ম্যাচে সিনিয়রদের বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চের কয়েক জনকে সুযোগ দেওয়া হতে পারে। শ্রীলঙ্কায় আয়োজিত চলতি আয়োজিত এশিয়া কাপ টি-২০-তে শুরুটা ভালই করেছে হরমনপ্রীত-রা। মহিলাদের এশিয়া কাপে ভারত বরাবরই সুপার পাওয়ার। মহিলাদের আইপিএল চালুর পর ভারতের সঙ্গে বাকিদের ব্যবধানটা আরও বেড়েছে।

ভারত বনাম নেপাল মহিলাদের এশিয়া কাপ টি-২০-র গ্রুপ লিগের শেষ ম্যাচটি কবে, কোথায় আয়োজিত হবে

আজ, মঙ্গলবার খেলাটি হবে শ্রীলঙ্কার ডাম্বুলায়।

খেলাটি কখন শুরু হবে

ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে খেলাটি

টিভিতে কোথায় সরাসরি দেখানো হবে খেলাটি

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলা। স্টার স্পোর্টস ১-এ ইংরেজি কমেন্ট্রিতে দেখা যাবে খেলাটি।

মোবাইল, ল্যাপটপ, ট্যাব, স্মার্ট টিভির মাধ্যমে কীভাবে দেখা যাবে খেলাটি

ডিজনি+হটস্টার ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলাটি।

ভারতীয় মহিলা দলের সম্ভাব্য একাদশ-

স্মৃতি মন্ধনা, শেফালি ভর্মা, হরমনপ্রীত কৌর, জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, পূজা ভাসত্রাকার, আশা সোবানা, অরুন্ধতী রেড্ডি/তনুজা কানওয়ার, রেণুকা সিং, রাধা যাদব/ডি হেমলতা।